For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

খাজা ইস্যুতে ভণ্ডামি দেখিয়েছে আইসিসি: হোল্ডিং

Published : Monday, 25 December, 2023 at 1:27 PM Count : 378

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে লড়ে যাচ্ছেন উসমান খাজা। কিন্তু বার বারই তাকে আইসিসির বাধার সম্মুখীন হতে হচ্ছে তাকে। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে আইসিসির অনুমতি না নিয়ে কালো আর্ম ব্যান্ড পড়েন তিনি। যার ফলে তাকে তিরস্কার করে আইসিসি। এবার মেলবোর্নে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার নিয়ে নামতে চেয়েছিলেন খাজা। কিন্তু এর অনুমতি পাননি।

এক্ষেত্রে আইসিসিকে ভণ্ড হিসেবে উল্লেখ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। তাহলে ব্ল্যাক লাইভস ম্যাটার ও এলজিবিটিকিউ আন্দোলনের পক্ষে সংহতি জানানোর অনুমতি কেন দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি।  

দ্য অস্ট্রেলিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে হোল্ডিং বলেন, ‘আমি খাজাকে নিয়ে উদ্ভূত গোলমালের ব্যাপারটি অনুসরণ করছি। আইসিসির অবস্থানে বিস্মিত হয়েছি, তা ঠিক বলতে পারছি না। অন্য বেশির ভাগ সংস্থা, যারা নিজেদের মনোভাব নিয়ে একটু ধারাবাহিকতার আভাস দেখিয়েছে, তারা এমন করলেও আমি বিস্মিত হতাম। তবে তাদের (আইসিসি) ক্ষেত্রে নয়। তারা আরেকবার তাদের ভণ্ডামি এবং সংস্থা হিসেবে নৈতিক কোনো অবস্থানের ঘাটতির ব্যাপারটি দেখাল।’

“আইসিসির নিয়ম বলে, ‘রাজনৈতিক, ধর্মীয়, বর্ণের কোনো আন্দোলনের কোনো বার্তা দেওয়া যাবে না। তাহলে বিএলএমের (ব্ল্যাক লাইভস ম্যাটার) সময় কীভাবে মানুষকে হাঁটু গেড়ে সংহতি জানানোর অনুমতি দেওয়া হলো? কীভাবে স্টাম্প এলজিবিটিকিউয়ের রঙে ঢেকে দেওয়া হলো?’ ”
এদিকে, খাজার পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আমরা সত্যিই উজির (খাজা) পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে এবং সেটা বেশ সম্মানজনক ভাবেই তুলে ধরেছে। অবশ্যই প্রতিটি জীবনই সমান মূল্যবান এবং এখানে আক্রমণাত্মক কিছু আছে বলে আমার মনে হয় না। এই পায়রা নিয়েও একই কথা বলব আমি। ’ 

‘উজি, এমনই… যেভাবে সে সবকিছু তুলে ধরেছে, অবশ্যই মাথা উঁচু রাখতে পারে সে। তবে আইন তো আইনই এবং আইসিসি বলেছে যে, তারা অনুমতি দিচ্ছে না। তারাই আইন তৈরি করে এবং তা মেনে নিতেই হবে আমাদের।’

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,