For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

খালের মাঝে অলস সেতু!

Published : Sunday, 24 December, 2023 at 6:07 PM Count : 187


বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে করুণা গ্রামের তাল বাড়িয়া খালের মাঝে একা দাঁড়িয়ে আছে একটি সেতু। খাল পারাপারের জন্য স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে সরকারিভাবে সেতুটি নির্মাণ করা হলেও এর দু’পাশে নেই কোনো সংযোগ সড়ক। সংযোগ সড়কের অভাবে তিন গ্রামের বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেতুটি পার হতে পারছে না। অপরিকল্পিতভাবে নির্মিত সেতুটি এখন স্থানীয়য়দের জনদুর্ভোগের কারণ। 

ভূক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, সেতুটি নির্মাণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও ঠিকাদার সেতুর দুই পাশে সংযোগ সড়কে মাটির কাজ না করায় বর্তমানে সেতুটি দিয়ে চলাচল করতে এলাকাবাসীর অসুবিধা হচ্ছে।

এলাকাবাসীর দুর্ভোগ লাগবে জনস্বার্থে দ্রুত সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটির কাজ করা প্রয়োজন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুণা ও মোকামিয়া গ্রামের সংযোগ রক্ষা করতে তাল বাড়িয়া খালের উপর ১৩ মিটার দীর্ঘ একটি আরসিসি ঢালাইয়ের পাকা সেতু নির্মাণ করা হয়।

২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অর্থায়নে উপজেলা ত্রাণ শাখার বাস্তবায়নে ৮৪ লাখ ৯৫ হাজার ১৪৯ টাকা ব্যয়ে বরগুনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহ নেওয়াজ এন্টারপ্রাইজ সেতুটি নির্মাণ করে। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় চলাচল করতে পারছেন না এলাকাবাসী। ফলে সেতুটি খালের পানির মধ্যে একা দাঁড়িয়ে আছে। বর্ষা মৌসুমে খালে পানি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার তিনটি গ্রামের লোকজন চরম ঝুঁকি নিয়ে পানিতে ভিজে সেতুটি পারাপার হচ্ছে। শিক্ষার্থীরা পারাপার হতে গিয়ে কাদা পানিতে পড়ে বই-খাতা, জামা-কাপড় নষ্ট করে ফেলছে।

মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা সহিদুল ইসলাম বলেন, 'তাল বাড়িয়া খালের উপর সংযোগ রাস্তা বিহীন সেতুটি দীর্ঘদিন যাবৎ এভাবেই পড়ে আছে। এ সেতুর মাধ্যমে পাশের আরও তিন গ্রামের মধ্যে সরাসরি চলাচল করা যেত। কিন্তু সংযোগ রাস্তা না থাকায় মালামাল পরিবহনে কষ্ট হচ্ছে। আমাদের দাবি এ সেতুর সংযোগ সড়ক স্থাপন করে কষ্ট লাঘব করা হোক।'

স্থানীয় বাসিন্দা আজাহার আলী বলেন, সংযোগ সড়ক বাদেই খালের মাঝে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা হয়েছে। এক বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সমস্যার সমাধান হচ্ছে না।

বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিএম ওলিউল ইসলাম বলেন, তাল বাড়িয়া খালের উপড় নির্মিত সেতুর কাজ শেষ হলেও দুই পাশে রাস্তা এখনো নির্মাণ করা হয়নি। খুব দ্রুতই অগ্রাধিকার ভিত্তিতে মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হবে। 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমদ বলেন, সেতুর দু’পাশের রাস্তাটা চলাচল উপযোগী করে দিলেই সেটার সুবিধা পুরোপুরি পাবে বাসিন্দারা। মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে সেতুর দু’পাশে রাস্তার  সংযোগ স্থাপনে মাটি ভরাটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

আরএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,