For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নৌকার সমর্থক কতৃক ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর

Published : Sunday, 24 December, 2023 at 4:25 PM Count : 189


বাগেরহাট-৩ আসনে আওয়ামীলীগ প্রার্থীর কর্মি সমর্থক কতৃক আচরণ বিধি লংঘন,প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নেতা কর্মী ও সমর্থকদের হুমকি-ধামকি ও ভয় ভীতি প্রদর্শন, নানা ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসা রটানোসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার।

রবিবার সকাল ১১ টায় মোংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

এ সময় বাগেরহাট-জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার আরো অভিযোগ করেন, আগামি ৭ জানুয়ারী অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৭, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন তিনি। বর্তমানে আমার প্রধান প্রতিদ্বন্ধি পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নৌকা প্রতিকের নেতা কর্মীরা নির্বাচনী পরিবেশ চরমভাবে লংঘন করে চলেছেন। নৌকার লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরন বিধি লংঘন করে আমার পোষ্টার ছিড়ে ফেলা, নেতা কর্মি ও সমর্থকদের নানাভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন, নানা ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসা রটানোসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পরিস্থিতির শান্তি শৃংখলা নষ্ট করছে। এসব বেআইনী কর্মকান্ড এখনই কঠোরভাবে বন্ধ করা না হলে সুষ্ঠু নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, দলীয় হাই কমান্ড থেকে আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের কোন বাঁধা না থাকায় আমি এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সে লক্ষে আচরন বিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রতিপক্ষ নৌকা প্রতিকের লোকজন আমাদের শান্তিপূর্ণ প্রচার প্রচারণায় নানাভাবে বাঁধার সৃষ্টি করছে। 

তারা আচরন বিধি লংঘন করে বিভিন্ন জায়গায় আমাদের পোষ্টার ও ব্যানার ছিড়ে ফেলছে। গত ২৩ ডিসেম্বর শনিবার মাগরিবের নামাজের পর মোংলার বৈদ্যমারী বাজারে চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন ও সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিনের যৌথ নেতৃত্বে আহাদুজ্জামান খাঁন, আসাবুর জামান, আশিক খাঁন, তোরাব খাঁন, আউয়াল খাঁন, নাহিদ খাঁনসহ একদল ক্যাডার বাহিনী মটর সাইকেল যোগে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে আমাদের ঈগল প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলে। এ সময় নৌকা প্রতিকের ক্যাডার বাহিনী সেখানে আমার নেতা কর্মীদের নানাভাবে গালিগালাজ ও দেখে নেয়া হবে বলে হুমকি ধামকি দেয়।

এসব ছাড়া নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন স্থানে ঈগল প্রতিকের নেতা কর্মী ও সমর্থকদের ভীত সন্ত্রস্ত করে তোলা হচ্ছে। ব্যালটে প্রকাশ্যে নৌকা প্রতিকে সিল মারতে হবে অন্যথায় ভোট কেন্দ্রে গেলে দেখে নেয়া হবে বলে নৌকার লোকজন সাধারণ ভোটারদের মধ্যে ভয় ভীতি ছড়াচ্ছে। নৌকা প্রতিকের ক্যাডার বাহিনী লাগাতারভাবে আমার লোকদের উপর তান্ডব পরিস্থিতি সৃষ্টি করছে। এতে আমি সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকার মধ্যে রয়েছি।

জেইউ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,