For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'ভোলার গ্যাস দিয়ে দেশের দক্ষিণপশ্চিম-পূর্বাঞ্চল কভার করা হবে'

Published : Thursday, 21 December, 2023 at 2:32 PM Count : 198

ভোলার একটা অংশের প্রাকৃতিক গ্যাস দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিম এবং পূর্বাঞ্চল কভার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি কর্তৃক ভোলার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের গ্যাস কম্প্রেসডপূর্বক পরিবহন প্রকল্পের উদ্বোধন শেষে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ভোলার একটা অংশের প্রাকৃতিক গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনা হয়েছে। এই গ্যাস শিল্পে ব্যবহৃত হবে। এছাড়া ভোলা টু বরিশাল একটা গ্যাস পাইপলাইনও করা হবে। যেখান থেকে খুলনায় একটা ট্রান্সমিশন লাইন চলে যাবে। অর্থাৎ দেশের দক্ষিণ-পশ্চিম এবং পূর্বাঞ্চল এই গ্যাস দ্বারা কভার করা হবে।'

তিনি বলেন, বাংলাদেশে প্রথমবার এভাবে গ্যাস পরিবহন করা হলেও বিশ্বের বহু দেশেই এর প্রচলন রয়েছে। এটা পাইপলাইনের চেয়ে অনেক সাশ্রয়ী। একটা পাইপলাইন তৈরি করে গ্যাস সরবরাহ করতে যে খরচ হয়, তার চেয়ে কম খরচে এবং দ্রুততার সঙ্গে এভাবে গ্যাস সরবরাহ করা যায়। ইতোমধ্যে ভোলার গ্যাস ব্যবহার করার জন্য দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী স্কোপ তৈরি করা হয়েছে। স্বল্পমেয়াদী শেষ হয়ে গেলে আমরা দীর্ঘ মেয়াদের দিকে যাব।
নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাস সেখানে স্থানীয় পর্যায়ে আবাসিক গ্রাহকদের নিকট সরবরাহ করার বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে তো সরবরাহ করা হচ্ছে। আশা করছি আবাসিকেও দেওয়া হবে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,