For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দক্ষিণাঞ্চলের ভোটের মাঠে নানা সমিকরণ

Published : Friday, 15 December, 2023 at 5:56 PM Count : 166


নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বরিশাল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মহানগর আওয়ামী লীগের সম্পাদক সাদিক আবদুল্লাহ  ও বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মি আহমদের প্রার্থীতা বাতিলে ভোটের মাঠে নতুন সমিকরন শুরু হতে যাচ্ছে। 

অপরদিকে মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল-৩ এবং জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-৩ আসন দুটি ছেড়ে দেয়া হলেও তা নিয়েও অনেক হিসেব নিকেশ শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে।

ঝালকাঠী-১ আসনে বিএনপি থেকে বিতারিত শাহজাহান ওমর-বীর উত্তম নৌকার হাল ধরলেও তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মুনিরুজ্জামান দলেরই একটি বড় অংশ নিয়ে নতুন মাঝীর ঘুম হারাম করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। 
গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে সদ্য বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের বর্তমান এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু হলফনামায় স্ত্রীর নামে আমেরিকাতে বাড়ী থাকার বিষয়টি উল্লেখ না করায় তার বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহিদ ফারুক। বিষয়টি নিয়ে শুনানী শেষে রিটার্নিং কর্মকর্তা সাদিকের মনোনয়ন বৈধ ঘোষনা করলেও তার বিরুদ্ধে আপীল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। অপরদিকে সাদিক আবদুল্লাহও জাহিদ ফারুকের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সহ একাধিক অভিযোগে আপীল করলে দীর্ঘ শুনানী শেষে শুক্রবার নির্বাচন কমিশন জাহিদের প্রার্থীতা বহাল রেখেছে। সাদিক আবদুল্লাহ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে উচ্চ আদালতে যাবেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। 

অপারদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মি আহমদ-এর প্রার্থীতাও বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। বরিশালে রিটার্নিং কর্মকর্তাও প্রার্থীতা বাতিল করলে শাম্মী আহমদ তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপীল করেছিলেন। দীর্ঘ শুনানী শেষে শুক্রবার দিনের প্রথমভাগে নির্বাচন কমিশন শাম্মী সহ কয়েকটি গুরুত্বপূর্ণূ আসনের সিদ্ধান্ত প্রদান করেছেন। 

অপরদিকে আওয়ামী লীগের সব পদ হারানো বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে শাম্মির আবেদনও খারিজ হয়ে গেছে। ফলে আওয়ামী লীগের সব পদ হারানো পঙ্কজই বরিশাল-৪ আসনে মূল প্রার্থী হতে যাচ্ছেন। এমনিক উচ্চ আদালতে শাম্মী আবেদন করে অনুকুল কোন সিদ্ধান্ত না পেলে অনুসারী স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশের সমর্থন নিয়ে পঙ্কজের জন্য মূল বিরোধী দলহীন আসন্ন  নির্বাচনী মসৃন পথ অতিক্রম মোটেই কষ্টকর নাও হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। 

এদিকে ২০০৮ থেকে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বরিশালে নিজ বাড়ীর মূল আসনের পরিবর্তে ঢাকায় নির্বাচন করায় এলাকায় তার অবস্থানের অনেকটাই দখল নিয়েছেন জাতীয় পার্টির একাধিকবারের এমপি গোলাম কিবরিয়া টিপু। এমনকি ২০১৩ সালে বিরোধী দলহীন নির্বাচনে ওয়র্কার্স পার্টির টিপু বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হলেও ২০১৮’তে মহাজোটের এ প্রার্থী জাপার গোলাম কিবরিয়া টিপুর কাছে ৪র্থ স্থানে থেকে জামানত হারিয়েছিলেন। 

গত ১৫ বছরের ধারবাহিকতায় রাশেদ খান মেনন এবারো ঢাকায় মনোনয়ন চাইলেও মহাজোটের মূল শরিক তাকে বরিশালে পাঠিয়েছেন। ফলে নিজের বাড়ীর এলাকায়ই এবার তাকে যথেষ্ঠ বিরূপ পরিস্থিতির সম্মুখিন হতে হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ২০১৩’তে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়ে টিপুর ভাগ্যের পরিবর্তন হলেও এলাকাবাসীর ভাগ্যে তেমন কিছু যোটেনি বলে অভিযোগে ২০১৮’তে তার অবস্থান ৪র্থতে নেমে যায়। নিজের ও দলের জন্য জনসমর্থন তৈরীর সুযোগকে কাজে লাগাতে পারেন নি তিনি । ফলে এ আসনটিতে একাধিকবারের এমপি রাশেদ খান মেননের জন্যও ইতোমধ্যে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। 

এদিকে পিরোজপুর-২ আসনে মূল জাতীয় পার্টি ও জেপি থেকে ৮ বারের এমপি আনোয়ার হোসেন মঞ্জু এবারো মহাজোট থেকে একমাত্র আসনটি পেলেও সেখানে তার বড় প্রতিপক্ষ হয়ে উঠতে যাচ্ছেন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী ও পিরোজপুরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। রাজনীতির মাঠে বয়সে খুব প্রবীণ না হলেও অনেক কলা কৌশল অবলম্বন করে ইতোমধ্যে মহারাজ আনায়ার  হোসেন মঞ্জুর দূর্গে হানা দিতে শুরু করেছেন। মঞ্জুর বেশ কিছু ও নেতা-কর্মীকে নিজের কাছে টানতে সক্ষম হলও আসন্ন নির্বাচনে মহারাজ তাদের কতটুকু কাজে লাগাতে পারবেন সে বিষয়টি বুঝতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে চান রাজনৈতিক পর্যবেক্ষক মহল। তবে পিরোজপুর জেলা পরিষদের সাবেক নির্বাচিত এ চেয়ারম্যান ভান্ডারিয়া-কাউখালী ও নেসারাবাদের  রাজার আসনে বসতে এখন মরিয়া। কারণ এখানেও আওয়ামী লীগের একটি বড় অংশই মহারাজকে সমর্থন দিতে পারেন বলে ইতোমধ্যে আভাস পাওয়ার  গেছে।  

অপরদিকে দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টির দ্বিতীয় নিরাপদ আসন, মঠবাড়ীয়ার পিরোজপুর-৪ আসনটি এবার তাদের হাতছাড়া হবার সম্ভবনা তৈরী হয়েছে একাধিকবারের এমপি ডা. রুস্তুম আলী ফরাজীকে মনোনয়ন না দেয়ায়। স্বতন্ত্র প্রার্থী ডা. ফরাজী এলাকার ভোটের রাজনীতি ও গনমানুষের অত্যন্ত কাছের হিসেবে গ্রহনযোগ্যতা নিয়ে আছেন দীর্ঘদিন ধরেই।


এমএন/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,