For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাড়ি ছাড়া বিএনপি নেতাকর্মীরা, দলীয় কার্যালয়ে ঝুলছে তালা

Published : Friday, 8 December, 2023 at 12:28 PM Count : 320

বগুড়ানন্দীগ্রামে গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে এখনো পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়েও ঝুলছে তালা।

নন্দীগ্রামে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ধরপাকড় অভিযান অব্যাহত থাকায় এখনো শত শত নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া। দলীয় কর্মসূচি হরতাল-অবরোধ বাস্তবায়নের লক্ষ্যে কখনো রাতে আবার কখনো খুব সকালে ঝটিকা মিছিল করেই লাপাত্তা হচ্ছেন পালিয়ে থাকা নেতাকর্মীরা। এ সকল নেতাকর্মীদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাদি হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় ০৭ ডিসেম্বর পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, গত ১৮ নভেম্বর রাতে বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুবপুর-তেঘরী এলাকায় চলন্ত ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি মামলা করেন ট্রাকের চালক ফয়সাল আলম। ফয়সাল আলম দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর শিয়ালডাঙ্গা গ্রামের আফছার আলীর ছেলে। এ মামলায় ০৬ ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১৮ জন। 
তবে বিএনপির দলীয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের ৫০-৫২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন বলেন, আওয়ামী লীগ ও পুলিশের গায়েবি মামলায় আমাদের নেতাকর্মী ও সমর্থকরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দেওয়া হচ্ছে না। জনগণ এই দুঃশাসন থেকে মুক্তি চায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, যারা নাশকতার সঙ্গে জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। গায়েবি কোনো মামলা হয়না। তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আসামি ধরা হয়েছে। শত শত মানুষ ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছে। এ সকল ঘটনার সঙ্গে জড়িত না থাকলে আতঙ্কের কোনো কারণ নেই।

-একে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,