For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বোয়ালখালীতে শিক্ষার্থীর আত্মহত্যা

Published : Tuesday, 5 December, 2023 at 7:16 PM Count : 320

চট্টগ্রামের বোয়ালখালীতে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওয়াজেদ হাসান (১৭) নামের এক  মাদ্রাসা শিক্ষার্থী। 

মঙ্গলবার সাকালে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। গতকাল সোমবার দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে সৈয়দ কমর আলী মিয়াজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ওয়াজেদ হাসান ভাত খেয়ে ঘর থেকে বের হয়। এসময় তার মা তাকে বাইরে যেতে নিষেধ করে। গভীর রাতে আসলে ঘরের দরজা খুলবেন না বলে জানান। এরপর হাসান প্রতিদিনের ন্যায় ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে তার দুই সৎ ভাইদেরকে নিয়ে ঘুমিয়ে পড়েন তার মা। রাতে আর ঘরে ফিরে আসেনি সে। মঙ্গলবার সকালে ঘরের বাহিরে বীমের সাথে ওয়াজেদ হাসানের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন‍্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কাউন্সিলর জুয়েল আরা বলেন, ওয়াজেদের পিতা দিদারুল আলমের সাথে ডিভোর্সের পর তার মা শামিমা আক্তার প্রবাসী আবদুস সালামকে বিয়ে করেন। আবদুস সালাম বর্তমানে বিদেশে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরে দেরি করে আসায় তার মা ঘরের দরজা না খোলার কারণে অভিমান করে ঘরের সামনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত ওয়াজেদ হাসান স্থানীয় গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। তিন ভাইদের মধ্যে সে সবার বড় বলে জানা যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

একে/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,