For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মেহেরপুর মুক্ত দিবস ৬ ডিসেম্বর

Published : Tuesday, 5 December, 2023 at 10:45 AM Count : 323


বুধবার ৬ ডিসেম্বর ডিসেম্বর দেশের প্র্রথম রাজধানী মেহেরপুর ৫২ বছর আগে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। সৈন্য ও মুক্তি বাহিনী দক্ষতার সাথে রণকৌশল করে ১৯৭১ সালে নভেম্বর মাসে যুদ্ধ পরিচালনা করে। 

মরহুম জেনারেল মনজুরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাক সেনাদের মনোবল ভেঙে দেয়ার জন্য গ্যারিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে। সে সময় সদর উপজেলার ইচাখালি-বুড়িপোতা সীমান্তে প্রচন্ড যুদ্ধ হয় এবং পাক বাহিনীরা যথেষ্ঠ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এসময় ৫০ জন পাক বাহিনী সদস্য গ্যারিলা
আক্রমণে নিহত হয়। 

মুক্তিযোদ্ধারা ডিসেম্বরের ৬ তারিখে তখনকার মেহেরপুর মহকুমাকে সম্পূ্র্ণভা্বে হানাদার মুক্ত করে নিয়ন্ত্রণ গ্রহণ করে। গ্যারিলারা মিত্রবাহিনীসহ মেহেরপুরের দিকে অগ্রসর হয় এবং প্রচন্ড আক্রমণের মুখে পাক হানাদার বাহিনীর মনোবল ভাঙতে সক্ষম হয় ফলে তারা পিছু হটতে থাকে।
৬ডিসেম্বর গভীর রাতে পাক হানাদারের এলাকা ছাড়তে শুরু করে এবং পিছু হটে যাবার সময় সদর উপজেলার ঐতিহাসিক আমঝুপি গ্রামে বহে যাওয়া কাজলা নদীর উপরের ব্রিজ ও ছেউটিয়া নদীর উপরের ব্রিজ দুটি ভেঙে দিয়ে প্রতিবেশী বর্তমান জেলা চুয়াডাঙ্গার দিকে চলে যায়। এ এলাকার জনগণ ঐ বিভীষিকাময় রাত্রি দুরুদুরু কম্পিত হৃদয়ে পার করে। মনে ছিল মুক্তির স্বাদ।

মেহেরপুরে ৬ডিসেম্বর সকালে উঠেছিল স্বাধীনতার লাল সুরুজ। প্রতিটি সরকারী বেসরকারী ভবনের শিখরে উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। সমস্ত শহর ও আশে পাশের এলাকা ঘিরে নেয় বীর মুক্তিযোদ্ধারা এবং উৎসব মুখর পরিবেশে জয়বাংলা শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র এলাকা। মেহেরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সহ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে।

এমআর/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,