পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত
Published : Sunday, 3 December, 2023 at 10:06 AM Count : 178
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনায় আহসানুল হক নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার ভোর ৪টা ৪৫ মিনিটে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, জামালপুরে রেলক্রসিং অতিক্রম করার সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
-এমএ