For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাতক্ষীরায় ৫ বছরে ভোটার বেড়েছে প্রায় ২ লাখ

Published : Friday, 1 December, 2023 at 10:19 PM Count : 434

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে এই জেলায় ভোটার ছিল ১৫ লাখ ৬০ হাজার ২৫১জন। 

গত ৫ বছরে ভোটার বেড়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন। হিজড়া জনগোষ্ঠীর ভোটার আছেন ১২ জন। এর মধ্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। 

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে ৬০২টি ভোট কেন্দ্রে তিন হাজার ৭১৮টি ভোট কক্ষ থাকবে। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৫৯৭টি ও ভোট কক্ষ ছিল তিন হাজার ৫০টি।
সাতক্ষীরা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে এবার ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ আট লাখ ৭৬ হাজার ৯৮৪ জন, নারী আট লাখ ৬৯ হাজার ২২৮ জন ও হিজড়া ১২ জন। চারটি আসনে ৬০২টি ভোট কেন্দ্র এবং ৩ হাজার ৭১৮টি ভোট কক্ষ থাকবে।

সাতক্ষীরা-১ তালা-কলারোয়ায় মোট ভোটারের সংখ্যা চার লাখ ৭২ হাজার ০৪৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৩৬ হাজার ০৮৭জন, নারী দুই লাখ ৩৫হাজার ৯৫৪ জন ও হিজড়া দু'জন।

সাতক্ষীরা-২ মোট ভোটারের সংখ্যা চার লাখ ৬০৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৯ হাজার ২১৭ জন, নারী দুই লাখ  এক হাজার ৩৮৮ জন ও হিজড়া তিন জন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) মোট ভোটারের সংখ্যা চার লাখ ৩১ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১৮ হাজার ২৪৬ জন, নারী দুই লাখ ১৩ হাজার ১৩১ জন ও হিজড়া তিন জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) মোট ভোটারের সংখ্যা চার লাখ ৪২ হাজার ১৯৩জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২৩ হাজার ৪৩৪ জন, নারী দুই লাখ ১৮ হাজার ৭৫৫ জন।

একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মোট ভোটারের সংখ্যা ছিল চার লাখ ২৩ হাজার ৩৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১০ হাজার ৮৩৬ জন, নারী দুই লাখ ১২ হাজার ১৯৭ জন।

সাতক্ষীরা-২ (সদর) আসনে মোট ভোটারের সংখ্যা ছিল তিন লাখ ৫৬ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৭ হাজার ২৯১ জন, নারী এক লাখ ৭৮ হাজার ৯৭৮ জন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনে মোট ভোটারের সংখ্যা ছিল তিন লাখ ৮৭ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৫ হাজার ৪৭৮ জন, নারী এক লাখ ৯১ হাজার ৮১২ জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসনে মোট ভোটারের সংখ্যা ছিল তিন লাখ ৯৩ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৭ হাজার ৯৩৫ জন, নারী এক লাখ ৯৫ হাজার ৭২৪ জন।

এদিকে, এবারই প্রথম পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি হিজড়া ভোটারও শনাক্ত করা হয়েছে। তবে জনগোষ্ঠীর অনেকেই ভোটার তালিকায় যুক্ত হতে পারেননি বলে জানিয়েছেন হিজড়ারা।

সাতক্ষীরা কলারোয়া পৌরসভার কাউন্সিলর তৃতীয় লিঙ্গের দিথী খাতুন বলেন, ‘শুধুমাত্র কলারোয়ায় শতাধিক হিজড়া রয়েছে। পুরো জেলায় হিজড়া জনসংখ্যা কয়েকশ' তো হবেই। কিন্তু ভোটার তালিকায় মাত্র ১৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ অনেকে ফরম পূরণ করার সময় হিজড়া উল্লেখ করেননি। হয়তো যারা ভাতা পান শুধুমাত্র তাদের নাম এখানে অন্তর্ভূক্ত হয়েছে।

-এমজেডআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,