For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

১০২০ যাত্রী নিয়ে কক্সবাজার ছেড়ে গেল প্রথম ট্রেন

Published : Friday, 1 December, 2023 at 2:35 PM Count : 253


শুক্রবার বারোটা তেত্রিশ মিনিটে কক্সবাজার রেলস্টেশন থেকে ছাড়লো ঢাকাগামী প্রথম বাণিজ্যিক ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। এটা নিয়ে ট্রেনটির যাত্রীসহ সংশ্লিষ্টদের আনন্দের শেষ নেই।

ট্রেনের হুইসেল যেন জানান দিল সমুদ্র শহরে নতুন দিগন্তের। মানুষের ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বলে দিচ্ছে কত বছরের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।  

ঢাকার যাত্রী হোসনে আরা বাংলানিউজকে কি যে ভালো লাগছে বলে বুঝাতে পারবো না। রেল স্টেশনটি দেখে মন ভরে গেল।
ইতিহাসের সাক্ষী হলাম। পাশাপাশি প্রথম ট্রেনে চড়ে ঢাকা যাচ্ছি। সে এক অন্য রকম অনুভূতি বললেন জাকির হোসেন।

জাকির বলেন, ঢাকা থেকে বাসে এসেছি। যাচ্ছি ট্রেনে আমার চেয়ে সন্তানরা খুশিতে নাচছে।

এটি ছিল কক্সবাজার-চট্টগ্রাম ও ঢাকা রুটে প্রথম বাণিজ্যিক রেল চলাচল। দুপুর বারোটা তেত্রিশ মিনিটে এক হাজার ২০জন যাত্রী নিয়ে কক্সবাজার ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস নামে এই ট্রেন। এই রুটে বাণিজ্যিক টিকেট বিক্রি শুরু হয় ২৩ নভেম্বর। টিকেট বিক্রি শুরুর ২ ঘণ্টার ব্যবধানে শেষ হয়ে যায় ২০ বগির সবকটি আসন।  

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান জানান, ১০২০ জন যাত্রী নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রথম ট্রেনটি যাত্রা করলো। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে।

বহুল কাঙ্ক্ষিত ট্রেনটির বাণিজ্যিক এই যাত্রা পরিচালনা করছেন লোকোমাস্টার আব্দুল আউয়াল।

তিনি বলেন, ২০ বছর ধরে ট্রেন চালাই। এটিই আমার সবচেয়ে ভালো স্মৃতি যা আজীবন মনে থাকবে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ট্রেন স্টেশন থেকে হোটেল পর্যন্ত এবং কক্সবাজারে যেসব স্পটে পর্যটকেরা বিচরণ করবেন সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি জানান, এ ট্রেন যাত্রার মধ্য দিয়ে খুলে গেল কক্সবাজারের পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনার নতুন দুয়ার। সেই সঙ্গে দায়িত্ব বেড়েছে সংশ্লিষ্টদেরও।  

রেলপথ সচিব হুমায়ন কবির বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ এটি। আপনাদের মতো আমিও আজ খুশিতে আন্দোলিত হচ্ছি।

রাত ৯টায় প্রায় সাড়ে ৮ ঘণ্টার যাত্রা শেষে ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে কক্সবাজার এক্সপ্রেস।  

জিএমআর/ এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,