For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কুবির বাসে বহিরাগতদের হামলায় আহত ১০, আটক ১

Published : Thursday, 30 November, 2023 at 2:26 PM Count : 173

শিক্ষার্থীদের বহনকারী একটি নীল বাসে বহিরাগত অটোরিকশাচালকদের হামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সে সময় হামলাকারীদের মধ্যে একজনকে ক্যাম্পাসে ধরে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার রাতে সাড়ে ৮টার দিকে কুমিল্লা শহরের টমছম ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় চালক ও হেলপারকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল আহম্মেদ, অর্থনীতি ১৪তম ব্যাচের শিক্ষার্থী শেখ মাসুম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের মাহমুদ সাকিব, আব্দুল বাসেদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী আদনান হোসেন শাহেদ, রিফাতুল ইসলাম, মো. আতিক রহমান ও বাসচালক সুমন দাশ ও তার সহকারী জহিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ নভেম্বর রাত ৮টার দিকে শহর থেকে ক্যাম্পাস অভিমুখে ছেড়ে আসা একটি নীল বাস কুমিল্লা শহরের টমছম ব্রিজ সংলগ্ন ইউটার্ন পার হওয়ার সময় বাসচালকের সহকারী এক অটোকে সাইড করতে বলেন। পরে ক্ষিপ্ত হয়ে অটোতে থাকা দু'জনই তেড়ে আসেন। বাসে শিক্ষার্থী থাকায় কোনো সুযোগ না পেয়ে পরের দিন আবারও তারা ৪০-৫০ জন প্রথমে বাসচালক পরে সহকারীর উপর রড, এস এস পাইপ, লাঠি, গ্যাস পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দূরে পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা বাসে অবস্থানরত ছাত্রীদের উদ্দেশ্য করে গালিগালাজ করেন। হামলার সময় তাদের প্রতিহত করতে গিয়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

ভুক্তভোগী জুবায়ের মাহমুদ সাকিব বলেন, টমছম ব্রিজে ইউটার্ন নেওয়ার সময় ২৫-৩০ জন লোক আমাদের বাসে অতর্কিত হামলা করে। এতে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। তাদের হাতে লাঠি-শোঠা, স্টেইনলেস স্টিল, এস এস পাইপ এবং বাঁশ ছিল। হামলার পর আমরা কয়েকজন মিলে তাদের ধরার চেষ্টা করি। আমি যখন হামলাকারীদের ধরতে যাই, তখন এস এস পাইপ দিয়ে আমার ডান হাতে আঘাত করে। এতে আমার ডান হাতের কনুই মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়।

আহত আদনান হোসাইন শাহেদ বলেন, আমি বাসে জানালার ডান পাশেই বসছিলাম। তারা ওই দিক দিয়েই আঘাত করে। তখন আমি হাতের কনুইর মধ্যে আঘাত পাই।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আরিফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অবগত করেছে। যে ছেলেটা আপরাধী তাকে আমাদের হেফাজতে নেই। আর যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীরা যদি মামলা করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শহরে বহিরাগতরা আমাদের শিক্ষার্থী বাসে হামলা করেছে। তারই প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা বহিরাগতদের মধ্য থেকে একজনকে ক্যাম্পাসে ধরে নিয়ে আসেন। পরে প্রক্টরিয়াল বডি পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে। পুলিশ প্রশাসন এবং আমাদের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।

-এওয়াই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,