For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আ.লীগ মনোনীত প্রাথীকে ‘হাইব্রিড’ আখ্যা দিয়ে পরিবর্তনের দাবি জানালেন বর্তমান এমপি

Published : Wednesday, 29 November, 2023 at 7:06 PM Count : 198


ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী নিলুফার আনজুম পপিকে আওয়ামী লীগের হাইব্রিড উল্লেখ করে প্রার্থী পরিবর্তনের আহ্বান জানিয়ে এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, তিনি বিএনপি পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা মুক্তিযোদ্ধা হলেও বঙ্গবন্ধুর প্রতি ও শেখ হাসিনার প্রতি ঈমান ছিল না। 

মঙ্গলবার বিকালে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি ও জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশ গৌরীপুরের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ একথা বলেন। সমাবেশে মনোনয়ন বঞ্চিত ছয়জন নেতা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কমীরা উপস্থিত ছিলেন। অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে নেতাদের বক্তেব্যে মূলত আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে অসন্তোষ উঠে আসে।

এ সময় তিনি আরো বলেন, একজন হাইব্রিড নেতা কিভাবে মনোনয়ন পেল। তাঁর বাবা তো স্বাধীনতার পক্ষে ছিল না। তবে আমি স্বীকার করি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু দেশের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি ঈমান ছিল না। ছিলনা শেখ হাসিনার প্রতি ঈমান। তাঁর বাবা গৌরীপুর উপজেলা বিএনপির’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর ভাই গৌরীপুর উপজেলা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি ছিল। 
সে ছিল(পপি)জগন্নাথ কলেজের ছাত্রদলের নেত্রী। “শেখ হাসিনার প্রতি আমাদের অনুরোধ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, মিষ্টি খাইয়েছিল; তাদের আমরা ভোট দিবো না। তাদের প্রতিহত করতেই আমরা এক হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তারাই যদি এমপি হয় তাহলে আমাদের তো জুতাপিটা করবে। 

তাই নেত্রীকে আহ্বান করবো আমাকে না দিয়ে আওয়ামীলীগের যে কাউকে মনোনয়ন দেন তাতে আপত্তি নাই। তাছাড়া আমাদের নির্দেশ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হতে। তা রাজনৈতিক কারণে বলেছেন। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা প্রার্থী হয়েছিলাম তাঁরা একজনকে দিবো। আপনি তাকেই মনোনয়ন দেন আমরা নির্বাচনে মোকাবেলা করবো। আপনাকে হয়তো ভুল বোঝানো হয়েছে, আপনি প্রার্থী সংশোধন করে দেন।

সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথা সাহার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গৌরীপুর আসন থেকে মনোনয়ন বঞ্চিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু, সদস্য একেএম আব্দুর রফিক, মোর্শেদজ্জামান সেলিম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম। 

এসআই/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,