For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাভারে অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

Published : Monday, 27 November, 2023 at 7:02 PM Count : 153


সাভারে অটোরিকশা চালক রমজান আলী (৪৮) চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় মূলহোতা রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৪। 

এসময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল, নগদ টাকা ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাভারের নবীনগরস্থ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহামুদ খান।

অটোচালক হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- রাজু (৩০), মহসিন (৪০), নূর আলম (২৮), ইসমাইল (২০) ও আক্তার (১৯)। এদের সকলের বাড়ি ভোলা জেলায়।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহামুদ খান বলেন, গত ৮ অক্টোবর সাভার উপজেলার ভাকুর্তা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই মৃতদেহটি অটোরিকশা চালক রমজান আলীর বলে সনাক্ত হয়। যাকে হত্যা করে তার একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবের পক্ষ থেকে ছায়া তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভার এলাকায় অভিযান চালিয়ে অটোচালককে হত্যাকান্ডের মূলহোতা রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই জীবিকার তাগিদে ঢাকায় এসে অটোরিকশা, সিএনজি ও প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি তারা রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে যাত্রীসেজে কৌশলে অটোরিকশায় উঠে সুযোগবুঝে জোরপূর্বক গাড়ি ছিনিয়ে নিত। ছিনতাইয়ের সময় ক্ষেত্রবিশেষে চালককে মারধর করাসহ হত্যা করে লাশ নির্জন স্থানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে যেত তারা।

গ্রেপ্তারকৃতদের বরাদ দিয়ে  র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গত ৮ অক্টোবর সাভারের হেমায়েতপুর থেকে হত্যাকান্ডের মূলহোতা রাজু ও তার সহযোগী ইসমাইল যাত্রীবেশে রমজান আলীর অটোরিকশায় উঠে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে পুর্ব পরিকল্পনা অনুযায়ী ভাকুর্তা কাইশার চর এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। 

সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা অপর সদস্যদের সহায়তায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় চালক রমজান আলী আত্মরক্ষার্থে তার আয়ের একমাত্র অবলম্বন রক্ষার জন্য ডাক চিৎকার শুরু করে। এঘটনায় ছিনতাইকারীরা রমজানের গলায় গামছা পেঁচিয়ে হাত-পা বেঁধে তার মৃত্যু নিশ্চিত করে লাশ সেখানে ফেলে রেখে সাথে থাকা অটোরিকশা, টাকা ও মোবাইল নিয়ে যায়। 

এঘটনায় গ্রেপ্তারকৃতদেরকে থানায় হস্তান্তরপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

ওএফ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,