For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে শিক্ষক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত

Published : Monday, 27 November, 2023 at 2:58 PM Count : 313

সিরাজগঞ্জেশাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে শাহজাদপুরের অভিজাত রেস্তোরাঁ গ্র্যান্ড চাইনিজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম। 

সভার শুরুতে ড. মো. ফখরুল ইসলাম শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমকে ফুল দিয়ে বরণ করেন। 

সভা সঞ্চালনা করেন সমিতির কার্যনির্বাহী সদস্য শারমিন সুলতানা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য উপাচার্যকে অনুরোধ জানান সমিতির সভাপতি ফখরুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত হলেও এটি ঠিক বিশ্ববিদ্যালয়ের ছন্দে ছিলনা। ২০২১ সালের ০৮ ডিসেম্বর প্রফেসর ড. মো. শাহ্ আজম এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছেন। এর ফলস্বরুপ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে তার যাত্রা অব্যাহত রেখেছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা এবং আন্তরিকতার জন্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নবীন বিশ্ববিদ্যালয়টির তরুণ ও উদ্যমী শিক্ষকদের কারণেই সেশনজট প্রায় অতিক্রম করে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন করতে সক্ষম হয়েছি।রাজধানী থেকে দূরবর্তী প্রান্তিক অঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস না থাকা স্বত্বেও পর পর দু'বার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছি আমরা। এ ক্ষেত্রে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। এছাড়া বৈরি পরিবেশে থেকেও আপনাদের দীপ্ত পদচারণায় বাংলাদেশের নবীন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে র‌্যাংকিংয়ে প্রথম সারিতে অবস্থান করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 

তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের গুনগত মান অর্জনে শিক্ষক সমিতির দায় রয়েছে। শিক্ষকদের গবেষণা উৎকর্ষতা অর্জন ও সহশিক্ষামূলক কার্যক্রমে নিবিড় অংশগ্রহণ ছাড়া একটি বিশ্ববিদ্যালয় কখনও পরিণত বিশ্ববিদ্যালয়ে হতে পারেনা। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুখী ও গতিশীল কার্যক্রমকে অর্থবহ করতে সৃজনশীল কাজে অংশগ্রহণসহ উন্নত গবেষণা ও  প্রকাশনায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানাই। 

সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

-এসবি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,