For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নেত্রকোনার পাঁচ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৭১

Published : Saturday, 25 November, 2023 at 3:33 PM Count : 516


হাওর-নদী-পাহাড় বেষ্টিত নেত্রকোনার ১০ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের পঁচটি আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭১ জন। তার মধ্যে মনোনয়ন দেওয়া হবে পাঁচজন দলীয় নেতাকর্মীর। এর মধ্যে দু- একজন এমপির কপাল পুড়তে পারে। 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার পাঁচটি নির্বাচনী এলাকায় বেশ কিছুদিন ধরে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। প্রতিটি নির্বাচনী এলাকায় পছন্দের প্রার্থীর সমর্থনে মিছিল- সমাবেশ করছিলেন। গত ক’দিন ধরে পাঁচটি নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ জন্য কর্মী- সমর্থকদের নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছে। শুক্রবার আওয়ামী লীগ দলীয় প্রার্থী চুড়ান্ত হওয়ার কথা। এ নিয়ে জেলা শহরে চলছিল নানা আলোচনা সমালোচনা। কবে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা কর্মী সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করার কারণে নির্বাচনী এলাকা অনেকটা নিরব।
 
নেত্রকোনা-১ (কলমাকান্দা- দুর্গাপুর) আসনে ২১ জন, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনে ১৯ জন, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ১৬ জন, নেত্রকোনা ৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ৬জন এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ৯ জনসহ ৭১ জন আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা রেমন্ড আরেং এসব তথ্য নিশ্চিত করেছেন। 
গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে মনোনয়ন সংগ্রহকারী ২১ জনের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, মোশতাক আহমেদ (রুহী), রেমন্ড আরেং, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদার, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, মো.আতাউর রহমান খান আঁখির, মোস্তফা জামাল লিটন, এ কে এম জিয়াউল হক, মো. এরশাদুর রহমান মিন্টু, সুজন হাজং, শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, ওসমান গনি, রফিকুজ্জামান খোকন, তপন কুমার তালুকদার, মাহতাব উদ্দিন মাতু, তিতাস রায় রানা, মো. শহিদুল ইসলাম, শাহ্ মোহসীন ও মোশারফ হোসেন (ডন) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসন থেকে ১৯ জনের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সাবেক সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, মো. শামছুজ্জোহা, রানা তাজ উদ্দিন খান, অর্পিতা খানম, মোহাম্মাদ মাসুম ইকবাল, আনোয়ার জাহান অঞ্জন, মাহবুবুর রহমান খান দৌলত, মুহাম্মাদ সারোয়ার মুর্শেদ আকন্দ, শাহ মোস্তফা আলমগীর, তুহিন আক্তার, মো.ওমর ফারুক ও অর্থই নূরুল আমিন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে ১৬ জনের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য কেশব রঞ্জন সরকার, শামসুল কবীর খান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. আবদুল মতিন, মিঞা মো. শফিকুল ইসলাম, আবুল বাশার মো. আমিরুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. আতাউল করিম রাসেল, মীর মেহেদী হাসান, মোহাম্মাদ আলমগীর হাসান, আজেদা খানিজ, মো. নূরুল ইসলাম, শহীদুল্লাহ ও মো.খায়রুল ইসলাম।

নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ৬ জনের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, মমতাজ হুসেন চৌধুরী, এম. মনজুরুল হক, খন্দকার আরফান মাহমুদ, মো. হাবীবুর রহমান ও গোলাম বাকী চৌধুরী।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ৯ জনের মধ্যে রয়েছেন, উপাচার্য মো. আনোয়ার হোসেন, আহমদ হোসেন, নাদিয়া বিনতে আমিন, মাজহারুল ইসলাম সোহেল ফকির, জাহিদুল ইসলাম সুজন, তুহিন আহমদ খান, আজিজুর রহমান খান, মো. মিছবাহুজ্জামান ও রফিকুল ইসলাম।


এসআইএফ/এমবি
   


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,