For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সিরাজগঞ্জের ৬ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ৪৭ জন

Published : Wednesday, 22 November, 2023 at 8:54 PM Count : 500

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ৪৭ জন। তাদের মধ্যে বর্তমান ও সাবেক সংসদ সদস্য রয়েছেন।

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন দু'জন। মরহুম মোহাম্মদ নাসিমের ছেলে বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও তার চাচাতো ভাই মরহুম সংসদ সদস্য ড. সেলিম আহমেদের ছেলে শেহেরিন সেলিম রিপন।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতসহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আট জন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জজ আদালতের পিপি আব্দুর রহমান, শহীদ এম মনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম রিপন, প্রফেসর রেজাউল ইসলাম রাজা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মাহমুদ সরকার তারেক।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে সর্বাধিক ১৩ জন মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. হোসেন মনসুর, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রকৌশলী মো. নজরুল ইসলাম মানিক, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, লুৎফর রহমান দিলু, আব্দুল হালিম খান দুলাল, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা পারভীন লাভলী ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য তানভীর ইমামসহ দলীয় মনোনয়নপত্র কিনেছেন সাত জন। তারা হলেন, উল্লাপাড়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সেলিনা মির্জা মুক্তি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সলপ ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, মো. ইয়াছিন আলী ও জহুরুল ইসলাম মিল্টন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে পাঁচ জন মনোনয়ন ফরম কিনেছেন। তারা হলেন, বর্তমান এমপি আব্দুল মমিন মন্ডল, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বনানী থানা আ'লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ভাই-বোন ও দুই বোনসহ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ভাই সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, ড. সাজ্জাদ হায়দার লিটন, সাবেক পৌরসভার মেয়র হালিমুল হক মিরু, বর্তমান পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, মিল্কভিটার ভাইস-চেয়ারম্যান আব্দুল হামিদ লাভলু, মুস্তাক আহমেদ, মো. কামরুজ্জামান এবং সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বড় মেয়ে ডা. ফারজানা রহমান সম্পা ও ছোট মেয়ে ফেরদৌসী রহমান শান্তা।

একাধিক প্রার্থী মনোনয়ন চাওয়ার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান বলেন,  আওয়ামী লীগ বড় দল, অনেকেই মনোনয়ন চাইতেই পারে। দলে অনেক যোগ্য নেতা রয়েছেন। তবে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই দল থেকে মনোনয়ন দেবেন আমরা তার হয়েই কাজ করবো।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিএনপি এখন ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার পদত্যাগের জন্য    একদফার আন্দোলনে আছে। তাই আমরা নির্বাচন নিয়ে ভাবছি না।

-এবি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,