প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন
Published : Monday, 20 November, 2023 at 9:35 PM Count : 209
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও প্রতিবন্ধী বিদ্যালয় জাতীয়করণের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে সদর উপজেলার পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় সাজিউড়া।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমান, সহকারী শিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী হালিমা খাতুন, শিক্ষক নয়ন চন্দ্র সরকার, ফারজানা আক্তার, জমিদাতা কৃষক মো. হাদিস মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সদর উপজেলার মদনপুর ইউনিয়নে পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় সাজিউড়া গ্রামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমানে ১৬৪ জন বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাথী ও ১৪ জন শিক্ষক-কর্মচারি রয়েছেন। কম সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে অন্য বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও ওই বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়নি। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলছে ওই বিদ্যালয়টি। এরই মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ- সুবিধা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিবন্ধীদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়টি জাতীয়করণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার দাবি জানান।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমান গত বছরের ০৮ অক্টোবর নেত্রকোণা জেলা শহরের পারলা থেকে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করে ১৭ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। কিন্তু সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেননি।
-এসআই/এমএ