গাজাসহ আটক ২ জনের কারাদণ্ড
Published : Monday, 20 November, 2023 at 8:38 PM Count : 178
লক্ষ্মীপুরের রায়পুরে গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চরপাতা ইউনিয়নের বাসিন্দা হারিছ (৫০) ও তার সহযোগী পৌর শহরের রুহুল আমিনের ছেলে আরজু।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার চরপাতা ইউনিয়নে অভিযানে যান। সেখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হারিছকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হারিছকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় তার সহযোগী আরজুকে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও অঞ্জন দাশ বলেন, সরেজমিনে গিয়ে হারিছকে এক বছরের ও তার সহযোগীকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে।
-ডব্লিওউআর/এমএ