ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক |
![]() রোববার রাত ১১টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আট করা হয়। আটককৃত সালেক মিয়া (৩৫) ওই ইউনিয়নের কেছুলুটি গ্রামের বাসিন্দা। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাশী শর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সালেক মিয়াকে আটক করা হয়। সে সময় তার দেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি জানান, ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসাহী সালেক মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। -এসএস/এমএ |