টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
Published : Sunday, 19 November, 2023 at 2:26 PM Count : 541
বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ফাইনালে টস জিতেছে অস্ট্রেলিয়া। দলটির অধিনায়ক প্যাট কামিন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে আগে নামতে হবে ব্যাটিংয়ে।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ক্রিকেট পরাশক্তি। ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
প্রায় দেড় মাসব্যাপী বিশ্বকাপ এখন শেষদিনে গড়িয়েছে। অপেক্ষা কেবল একটি প্রশ্নের উত্তর জানার। কে হবে চ্যাম্পিয়ন, রোহিত শর্মার ভারত নাকি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া?
অস্ট্রেলিয়া রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর স্বাগতিক ভারত শিরোপা উঁচিয়ে ধরেছে দুবার। দুই দলের সামনেই আজ এই পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করার সুযোগ অপেক্ষা করছে।
এমবি