For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিকেলে প্রথম সেমি ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

Published : Wednesday, 15 November, 2023 at 9:48 AM Count : 114


ঘরের মাটিতে বিশ্বকাপে এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিকরা সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টানা নয়টি জয়ের আত্মবিশ্বাস নিয়ে। এদিকে এবারের আসরে কিউইরা মুদ্রার দুই পিঠই দেখেছে কিউইরা। টানা চার জয়ের পর টানা চার হারে আশঙ্কায় ছিল শেষ চারের জায়গা। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয়বারের মত সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্ল্যাকক্যাপসরা। আগামীকাল এ দুই দলই মুখোমুখি হবে ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে।

নিজেদের মাটিতে বিশ্বকাপ হওয়ায় স্বাভাবিকভাবেই এবারের আসরের ফেভারিটের তালিকায় এক নম্বরেই ছিল ভারতের নাম। তবে শুধু কন্ডিশনের সুবিধা পেয়েই নয়, ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমনকি মানসিকতায়ও টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছে স্বাগতিকরা। তারই সুবাদে প্রাথমিক পর্বের সবকটি ম্যাচেই দাপুটে জয়ই পেয়েছে রোহিত শর্মার দল।

এবারের আসরে ভারতকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রোহিত। ব্যাট হাতে ওপেনিংয়ে যেমন ছিলেন বিধ্বংসী তেমনি অধিনায়কত্বেও ছিলেন অসাধারণ। সেই সাথে ব্যাট হাতে রানের ফুয়ারা ছুটিয়েছেন কোহলি, ৯ ম্যাচে তিনি করেছেন ৫৯৪ রান, রান তাড়ায়ও বরাবরের মত তিনি ছিলেন সফল। অন্যদিকে মিডল অর্ডারে এবার ভারতীয়দের ভরসা হয়ে আছেন শ্রেয়াস আইয়্যার এবং লোকেশ রাহুল। ফিনিশিংয়েও দারুণ পারফর্ম্যান্স করেছেন সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজারা।
এদিকে ব্যাটিংয়ের মত বল হাতেও বিধ্বংসী ভারতীয় বোলিং লাইন আপ। মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জস্প্রীত বুমরাহরা পেস বোলিংয়ে প্রতিপক্ষের দুর্গ ভেদ করেছেন, স্পিন ঘূর্ণিতে নাকাল করেছেন কুলদীপ যাদব এবং জাদেজা। ফলে সব দিক মিলিয়েই এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে শীর্ষে আছে স্বাগতিকরা। সেই সাথে গত ২০১৯ বিশ্বকাপের প্রতিশোধ নেয়ারও এক সুবর্ণ সুযোগ লহাজির হয়েছে রোহিত-কোহলিদের সামনে। গত বিশ্বকাপের সেমিফাইনালেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় ভারতকে।

এদিকে নিউজিল্যান্ডের জন্য এটি টানা তৃতীয় সেমিফাইনাল। ২০১৫ তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষেও মেলে নাটকীয় এক পরাজয়। এবার তাদের সামনে সুযোগ টানা তৃতীয়বারের মত ফাইনালে যাওয়ার। কিউইরাও তেমন স্বপ্নই দেখছে।

প্রথম চার ম্যাচে জিতে বিশ্বকাপে দারুণ কিছুর বার্তাই দিয়েছিল নিউজিল্যান্ড। তবে ভারতের বিপক্ষে হার দিয়েই পরাজয়ের শুরু। এরপর আরও তিন ম্যাচে হারে কিউইরা। ফলে অনেকটাই অনিশ্চিত হয়েছিল শেষ চারের টিকিট। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিতে পেরেছে তারা। এবারের আসরে ব্ল্যাক ক্যাপসদের হয়ে আলো ছড়িয়েছেন রাচীন রবীন্দ্র। নিজের প্রথম বিশ্বকাপেই রানের ফুয়ারা ছুটিয়েছেন তিনি।

এছাড়া ডেভন কনওয়ে, ডেরিল মিচেল, টম লাথামরা যে কোনো দিন হয়ে ওঠতে পারেন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। চোটের কারণে আসরের পুরোটা খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে মাঠে ফিরেই তিনি রানের দেখা পেয়েছেন। বল হাতে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিরাও আছেন ছন্দে। এবারের আসরে ভারতের বিপক্ষে ধর্মশালার ম্যাচটিতে নিউজিল্যান্ড হারলেও ভালোই প্রতিরোধ গড়েছিল কিউইরা।

এদিকে দুই দলের আগামীকালের সেমিফাইনালের আগে বিবেচনায় আসছে পরিসংখ্যান। যেটিতে ভারতের থেকে বেশ এগিয়েই আছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে এ পর্যন্ত আইসিসি ইভেন্টে ১৩ বার খেলেছে স্বাগতিকরা যার মধ্যে জয় মাত্র ৪টিতে। ওয়ানডে বিশ্বকাপেই দশ বারের দেখায় ভারতের ৪ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৫টি। এমন পরিসংখ্যান নিয়েই কাল ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নামবে দুই দল।


এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,