For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভোলায় জাটকা রক্ষায় ৮ মাসের অভিযান শুরু

Published : Sunday, 12 November, 2023 at 5:43 PM Count : 424



ইলিশের প্রধান প্রজনন মৌসুম 'মা' ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। এর অংশ হিসেবে রোববার সকাল থেকে দিনভর মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলেদের মাঝে লিফলেট বিতরণ করে কোস্টগার্ড।

দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে চলতি নভেম্বর মাসের ১ তারিখ থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নদী ও সাগরে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই আট মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) এইচ.এম.এম হারুন-অর-রশিদ জানান, ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পদের ভূমিকা অপরিসীম। দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছর জুন পর্যন্ত সর্বমোট আট মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিগত বছরের ন্যায় সকল স্টেশন, আউটপোস্ট সমূহে জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২৩ উপলক্ষ্যে টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি জেলার ইলিশা, তুলাতলী, ভোলার খাল, ভাংতির খাল ও কোড়ার হাট মাছঘাটসহ বিভিন্ন এলাকায় কোস্টগার্ড সদস্যরা জাটকা ইলিশ ধরা বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলেদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ অভিযান সফল করতে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার সদর উপজেলার ইলিশা ও ভেদুরীয়া, তজুমদ্দিন ও মনপুরা উপজেলা এবং চরফ্যাসন উপজেলার চরমানিকায় স্থায়ী ৫টি কন্টিনজেন্টের পাশাপাশি লালমোহন উপজেলায় আরো ১টি অস্থায়ী বিশেষ কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে।

এসময় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অবরোধ পরিস্থিতিতেও কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন এলাকার নদী বন্দর সমূহে নৌযান চলাচল স্বাভাবিক রাখার নিমিত্তে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ সকল স্টেশন, আউটপোস্ট হতে নিজ নিজ এলাকা সমূহের লঞ্চ, খেয়া, ফেরি ঘাট সমূহে নিরাপত্তা টহলের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও বোট, নৌযান সমূহে তল্লাশি করা হচ্ছে।

এএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,