For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আশুলিয়ায় কাজে যোগ দিয়ে কারখানা ত্যাগ করেন শ্রমিকরা

Published : Thursday, 9 November, 2023 at 1:56 PM Count : 459

সাভারেআশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদান করলেও পরে কাজ বন্ধ করে দিয়ে কারখানা ত্যাগ করেছেন। এ ঘটনায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের উভয় পাশের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয়তলা এলাকার এ এম ডিজাইন লিমিটেড ও এনভয় কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা ত্যাগ করেন।

এদিকে, সড়কে মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও তার নেতাকর্মীদেরকে।

সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বাইপাইল, জিরানী বাজার এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই স্বাভাবিক নিয়মেই শ্রমিকরা কারখানায় ঢুকে কাজে যোগ দেয়। হঠাৎ দুই/তিনটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে কাজ বন্ধ করে দিয়ে কারখানা ত্যাগ করেন। এ ঘটনায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের পাশের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
তবে সড়কে কোনো প্রকার আন্দোলন করতে দেখা যায়নি। আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে র‌্যাব, পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে। কিছুক্ষণ পর পরই তাদের টহল দিতে দেখা গেছে। এছাড়া সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সঙ্গে আনসার সদস্যরাও রয়েছেন।
 
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, সকালে পাঁচ/ছয়টি কারখানার শ্রমিকরা বের হয়েছে। এরপর সড়কের পাশের কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

-এআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,