For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ড্যাফোডিলের বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

Published : Tuesday, 7 November, 2023 at 9:47 PM Count : 204

শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও মাদক সেবনসহ নানা অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের নেতৃত্বে সাভারে একের পর এক তাণ্ডবের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিন আহমেদ খান বহিষ্কৃত ১৩ শিক্ষার্থীর নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, শিক্ষার্থী হত্যার জেরে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম বিনষ্টের অভিযোগও আনা হয়েছে।

অন্যদিকে, সাভারের চানগাঁও ও খাগান বাজার এলাকায় গ্রামবাসীর ওপর হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সোমবার (৬ নভেম্বর) থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে গেলেও তাণ্ডবের ক্ষত বয়ে বেড়াচ্ছেন ওই এলাকার ক্ষতিগ্রস্ত দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবার। তাণ্ডবে তাদের মধ্যে অনেকে নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তের অভিযোগের সত্যতা পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহN করা হবে। 

পূর্ব বিরোধের জেরে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে ক্যাম্পাস থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় আরেক শিক্ষার্থী রাহাত সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে গত শুক্রবার (০৩ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়ার খাগান বাজার এলাকায় হামলা করে শিক্ষার্থীরা। এ ঘটনায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় রাহাত সরকারকে। কিন্তু তারপরও শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রাস্তাঘাট অবরোধসহ কয়েক দফায় ওই এলাকার বাজার ও দোকানপাটে ভাংচুর চালিয়ে লুটপাট করে নিয়ে যায়। তাদের তাণ্ডবের প্রমাণ মুছে ফেলার জন্য আশপাশের বিভিন্ন দোকান ও রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরা, মনিটর ও ডিভিআর লুট করে নিয়ে যায়। এসব ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরী হলে একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীদেরকে হামলাকারীদের প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। এর ভিত্তিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়টিতে সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

-ওএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,