For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সম্পত্তির জন্য মামা-খালুর হাতে খুন হয় শিশু ঐশি

Published : Monday, 25 September, 2023 at 2:27 PM Count : 200


চলতি বছরের ২৫ মার্চ স্থানীয়দের খবরের ভিত্তিতে অজ্ঞাত ছয় বছরের এক কন্যাশিশুর অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মেন্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলেও পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। 

পরদিন ক্লুলেস হিসেবে থানার এক এসআই বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেন। পরে পুলিশ সেই মামলার তদন্ত শুরু করেন।

তদন্তের প্রায় ছয় মাস পর পুলিশ সেই ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেন। 
ওই অজ্ঞাত কন্যা শিশুর মরদেহটি ঐশি মন্ডল নামে এক শিশুর। তার মায়ের ডিএনএ টেস্ট করে পুলিশ পরিচয় নিশ্চিত হয়। সে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের সেন্টু বিকাশের মেয়ে এবং ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল।    

সোমবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ সব তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে। এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মো. সাব্বির রহমান ও মামলার বাদী এসআই ফজলুল হক উপস্থিত ছিলেন।

উখিং মে জানান, পুলিশ তদন্তকালে জানতে পারে মরদেহ উদ্ধারের তিনদিন আগে ঐশি নিখোঁজ হয়। তবে পরিবারের সাথে কথা বললে তারা বিষয়টিকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য ঐশির মা তার সাবেক স্বামী সেন্টু মন্ডল ও তার মায়ের বিরুদ্ধে আদালতে অপহরণ মামলা করেন। যে কারণে বিষয়টি থানা পুলিশ অবগত ছিল না।

তিনি আরো জানান, ঐশির বাবা সেন্টু মন্ডলের সাথে মা বিমা রাণী দাসের পাঁচ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। ঐশির মৃত্যু আড়াই মাস আগে বিমা রাণী দাস সন্যাসী কুমার সাহা নামের একজনকে বিয়ে করে উপজেলার জামালপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্বামী-স্ত্রী দুজনেই স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতো। 

এদিকে ঐশির মায়ের ফুফু অঞ্জলি রাণী বিশ্বাস নিঃসন্তান হওয়ায় তার কাছেই নানা বাড়ি ধনপুরে বড় হচ্ছিল ঐশি। অঞ্জলি রাণী বিশ্বাস নিজের সন্তানের মতই তাকে লালন-পালন করছিলেন। তার সম্পত্তি ঐশিকে লিখে দিতে চেয়েছিলেন। 

ঐশির মামা বিজয় চন্দ্র বিশ্বাস সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে খালু অসিত চন্দ্র মিস্ত্রীর সহযোগীতায় তাকে ২২ মার্চ আনুমানিক সকাল সাড়ে ৯টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে গলা টিপে হত্যা করে। পরে সেই মরদেহ একটি বস্তায় মুখ বন্ধ করে পাঁচ কিলোমিটার দূরত্বে খালুর সিএনজি চালিত অটোরিকসা করে নির্জন এলাকার একটি পুকুরে ফেলে দেয়।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মামা ও খালুকে পুলিশ কালীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। 

এছাড়া খালু রবিবার দুপুরে দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃত মামাকে সোমবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

আরএস/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,