For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন

Published : Tuesday, 19 September, 2023 at 9:08 PM Count : 286

সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা মৌজায় শত বিঘা কৃষি জমিতে জোরপূর্বক অবৈধ ভাবে বালু ভরাটসহ ভুক্তভোগী কৃষকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ভূমিদস্যু মো. আজিজুল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ও জমির মালিকরা থানা, উপজেলা প্রশাসন, পুলিশ সুপার এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেনা। উল্টো জমিতে বালু ভরাট করতে বাঁধা দেয়ায় সন্ত্রাসীদের মারধরের শিকার হতে হয়েছে অনেককে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষকরা মঙ্গলবার দুপুরে কোন্ডা মৌজার বালু ভরাটকৃত কৃষি জমিতে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন। তারা সংবাদ সম্মেলন থেকে কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাটকারী সন্ত্রাসী আজিজুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রশাসনের সঠিক তদারকিসহ কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মো. কাওসার আলী বলেন, আমাদের বাপ-দাদার সম্পত্তিতে ওয়ারিশ সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে কৃষি জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। হঠাৎ গত দেড় বছর ধরে স্থানীয় ভুমিদস্যু মো. আজিজুল ইসলাম ও সন্ত্রাসী বাহিনীর সদস্য আওলাদ হোসেন মোল্লা, গিয়াস উদ্দিন, সালাউদ্দিন, আল ইসলাম মনির মেম্বার, নৌকা মনির ওরফে পল্টি মনিরসহ সন্ত্রাসীরা আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্বেও জোরপূর্বক আমাদের কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট করে চলেছে। আমরা বাধা দেয়ায় সন্ত্রাসীরা আমার ছোট ভাইকে মারধর করেছে।
তিনি অভিযোগ করে বলেন, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা আমলে নেয়নি। এরপর আমরা ডিআইজি বরাবর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। সর্বশেষ আমরা আদালতে মামলা দায়ের করেছি। ওই মামলায় আমরা আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর সন্ত্রাসীরা রাস্তায় আমাদের গাড়ি আটকে ভাংচুর চালায় এবং মারধর করে। এ ঘটনায় আমরা কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছি।

গৃহিনী জোস্না বেগম বলেন, আমার চার বিঘা কৃষি জমিতে সন্ত্রাসী আজিজুল রাতের আধারে বালু ভরাট করেছে। আমার স্বামী নেই। এই জমি পত্তন দিয়ে মেয়েদেরকে লেখাপড়া করাতাম। সেই জমি বালু ভরাট করায় এখানে কোনো ফসল ফলানো যাচ্ছেনা তাই জমি পত্তন দিতে না পেরে বর্তমানে খুব কষ্টে আছি। সন্ত্রাসীরা জমিতে এলে হুমকি ধমকি দেয় এবং মেরে লাশ নদীতে ফেলে দেয়ার ভয় দেখায়। আমি আমার জমি ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। 

ভুক্তভোগী কৃষক রায়হান উদ্দিন বলেন, আমার জমিতে বালু ভরাটের সময় বাধা দেয়ায় আজিজুল ও তার সন্ত্রাসীরা আমাকে মারধর করেছে। আমি থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়ার পর সেটির তদন্তে এসেও তদন্ত কর্মকর্তা রাশিদুল সঠিক তদন্ত রিপোর্ট পেশ করেনি। উল্টো তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার ফোনে সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে চলে যায়। আমরা বাধ্য হয়ে আপনাদের স্মরণাপন্ন হয়েছি। আমাদের কৃষি জমি ফেরত পেতে আপনাদের মাধ্যমে প্রসাশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আয়োজিত সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী কৃষকরা নিজেদের জমিতে দাঁড়িয়ে মানববন্ধন করেন। 

-ওএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,