For English Version
বৃহস্পতিবার ২ মে ২০২৪
হোম

জীবনের নিরাপত্তা চেয়ে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

Published : Friday, 8 September, 2023 at 4:22 PM Count : 485

জমিসহ পাওনা টাকা চাইতে গিয়ে মিথ্যা মামলায় হয়রানী ও সম্মানহানীসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নীলফমারীজলঢাকা পৌরসভার পর পর দু'বার নির্বাচিত কাউন্সিলর রুহুল আমিন।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

কাউন্সিলর বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে সুনামের সঙ্গে আমার উপর জনগণের অর্পিত দায়িত্ব পালন করে আসছি। এদিকে, আমার প্রতিবেশী আব্দুল্লাহ আল মামুন (৩৪) আমাকে জড়িয়ে ভুল ও মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে আমার সন্মানহানী করার চেষ্টা করছে ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই প্রকাশিত সংবাদের কোনো ভিত্তি নাই।

তিনি বলেন, আব্দুল্লাহ আল মামুন আমার উন্নয়ন কর্মকান্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ও আমার পাওনা টাকাসহ জমি না দেয়ার জন্য আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে কাউন্সিলর বলেন, আমার প্রতিবেশী আব্দুল্লাহ আল-মামুনের নিকট থেকে জমি ক্রয়ের লক্ষ্যে আবুল কালাম আজাদ সরকারের মাধ্যমে সাড়ে চার লাখ টাকায় গত ২০ অগাস্ট ২০১৬ তারিখে প্রদান করা হয়। টাকা প্রদানের সাত দিন পর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এসে সাব-কবলা করে দিবে বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে মামুন আমাকে জমি না দিয়ে ওই বছরের ২৭ সেপ্টেম্বর মো. হালিমুর রহমানকে জমির দলিল সাব রেজিস্ট্রি করে দেয়। যা আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি বলেন, এরই পরিপ্রেক্ষিতে আমাদের উভয়কে বিচার সালিসে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে  মামুন আমাকে জমি দিতে না পারলে টাকা এক সপ্তাহের মধ্যে ফেরত দেবেন বলে স্বীকার এবং যথাসময়ে টাকা ফেরত না দেওয়ায় আমি বাধ্য হয়ে জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করি। মামলা করার কারণে প্রতিপক্ষ আব্দুল্লাহ নিজেকে বাঁচানো সহ টাকা ও জমি না দেওয়ার জন্য আমার ও আমার পরিবারের উপরে আদালতে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে আমার মানহানি চেষ্টা করাসহ আমার পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, চলতি বছরের ০৪ অগাস্ট আমি একটি শালিস শেষে বাড়ি ফেরার সময় খন্ডলার বাজার নামক স্থানে (ক্যানেলের ব্রিজের উপরে) আমার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী মামুন। এ সময় আমার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের দু'জনকে আটক করে। জেল থেকে বের হয়ে আমার ও আমার পরিবারে সম্মানহানী করার উদ্দেশ্যে গত ০৪ সেপ্টেম্বর সংবাদ কর্মীদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে আমার মানহানি করায় এর প্রতিবাদ ও নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুল মান্নান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মন্টু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুর  হক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হেসেনসহ অন্যান্য কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-এইচএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft