For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'জন্ম সনদের জন্য সেবা গ্রহীতাকে হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা'

Published : Tuesday, 5 September, 2023 at 9:53 PM Count : 147

ঢাকা জেলার নবনিযুক্ত প্রশাসক আনিসুর রহমান বলেছেন, 'জন্ম সনদ প্রদানের বিষয়ে সেবা গ্রহীতাকে কোনো ধরনের হয়রানি করা যাবে না। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে একজন নাগরিক দেশের যেকোনো স্থান থেকে জন্ম সনদ গ্রহন করতে পারবেন। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সচিবদের বিরুদ্ধে সেবা গ্রহীতাকে হয়রানীর অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাভার উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, 'সাভারের বংশী নদী, নয়নজুলি খাল ও কর্ণপাড়া খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান রাখা হবে। এছাড়া নতুন করে কেউ যেন খাল, নদী ও জলাশয় দখল করতে না পেরে সে জন্য সকলকে সচেতন থাকতে হবে।'

তিনি বলেন, 'ঢাকা জেলায় কোনো ব্যক্তি নদী দখল করতে পারবে না। কেউ যদি সরকারি সম্পত্তি দখল করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে কেউ প্রভাব খাটিয়ে অন্যায় কাজ করতে পারবে না।'
এর আগে তিনি সাভার মডেল থানা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভার সাব-রেজিষ্ট্রার অফিস পরিদর্শন করেন। 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়ার হাজী আবদুল গনি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদিকবৃন্দসহ বিবিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

-ওএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,