For English Version
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
হোম

সব প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে

Published : Thursday, 22 August, 2024 at 10:36 AM Count : 170

দেশের সব বেসরকারি স্কুল-কলেজের সভাপতিদের অপসারণের পর এবার ভেঙে দেওয়া হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। একইসঙ্গে এ কমিটি দ্রুত পুনর্গঠন করতে বলা হয়েছে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত বিদ্যালয়-২ শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের ২০১১ সালে ০৯ নভেম্বরের প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ ৫-এর উপানুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো।

এ অবস্থায় নীতিমালার অনুচ্ছেদ ২- এর উপানুচ্ছেদ ২.১০ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে দেশের সব বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করা হয়। সেখানে প্রশাসক হিসেবে ইউএনও, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,