For English Version
শনিবার ১৮ মে ২০২৪
হোম

জয়পুরহাটে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Published : Sunday, 5 May, 2024 at 11:51 AM Count : 526

জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করলেও ভোটারদের আগ্রহ কম হওয়ায় উপস্থিতি নিয়ে আশংকা দেখা গেছে।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ ১ম ধাপের সাধারণ নির্বাচন নির্বাচনের প্রথম ধাপে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০৮ মে । 

ওই তিন উপজেলায় সর্বশেষ হিসেব অনুযায়ী, চেয়ারম্যান পদে নয় জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, কালাই উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল (আনারস), মিনফুজুর রহমান মিলন (মোটরসাইকেল) ও সাবিনা ইয়াসমিন (ঘোড়া)। সাধারণ ভাইস চেয়ারম্যান পদে জহুরুল ইসলাম (তালা), আব্দুল আলীম সরদার (মাইক), গোলাম মস্তোফা (উড়োজাহাজ), আতাউর রহমান তালুকদার (চশমা), ইউসুফ আলী (টিয়া পাখি) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম নেছা (কলস), মেরিনা খাতুন (হাঁস), সাবানা আক্তার (ফুটবল)।
ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- তাইফুল ইসলাম তালুকদার (আনারস), দুলাল মিয়া সরদার (দোয়াত কলম), নাজ্জাসী ইসলাম (ঘোড়া), মোস্তাকিম মন্ডল (মোটরসাইকেল)। সাধারণ ভাইস চেয়ারম্যান পদে সাজিব মন্ডল (মাইক), মতলুব হোসেন (টিউবওয়েল), এস এম তুহিন ইসলাম (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরবানু খাতুন (হাঁস), খোদেজা বেগম (বৈদ্যুতিক পাখা), আফিয়া খাতুন (কলস), নুরুন্নাহার গুন্না (সেলাই মেশিন), শামীমা আকতার (পদ্ম ফুল) ও রহিমা আক্তার (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মোকছেদ আলী মন্ডল (মোটরসাইকেল), নুরুন্নবী আরিফ (আনারস) ও হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজমা আকতার লাকী (ঘোড়া)। সাধারণ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাহিম (চশমা), টুটুল হোসেন (টিউবওয়েল) ও তাইজুল ইসলাম (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা সিদ্দিকা (হাঁস), ইসমত আরা (ফুটবল) ও আছিয়া খানম সম্পা (প্রজাপতি)।

ক্ষেতলাল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি প্রার্থীদের জন্য একটা চ্যালেঞ্জ। ভোট দেওয়ার আগ্রহ কম।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলায় মোট ভোট কেন্দ্র হচ্ছে ১০৯টি। এর মধ্যে রয়েছে আক্কেলপুরে ৪২টি, কালাইয়ে ৩৭টি ও ক্ষেতলাল উপজেলায় ৩০টি। ওই তিন উপজেলায় মোট ভোটার হচ্ছে তিন লাখ ৪০ হাজার ৭৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৪৪৮ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭১ হাজার ৩২০ জন। ইতোমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার জন্য প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সার্বিক আইন-শৃংখলা নিয়ে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য থাকবে। নিরাপত্তার চাদরে এমন ভাবে ঢেকে দেওয়া হবে যে, বাইরে থেকে কোনো প্রকার হট্টগোল করার সুযোগ থাকবে না। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft