গোয়ালন্দে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক ২
Published : Wednesday, 17 April, 2024 at 8:42 PM Count : 180
রাজবাড়ীর গোয়ালন্দে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ফরিদপুর র্যাব-১০ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১৭ এপ্রিল) ভোর সারে তিনটার দিকে গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলো কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শংকর দিয়া থানার বাজুহার মন্ডলের ছেলে মোঃ আঃ সামাদ (৩০) এবং খবির উদ্দিনের ছেলে মোঃ রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২)।
কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গোয়ালন্দ ঘাট এলাকা থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেকে পেশাদার মাদক কারবারী বলে স্বীকার করেন। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআই/এসআর