For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'বদলে দেওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি নৌকা'

Published : Monday, 1 January, 2024 at 11:58 AM Count : 746

পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য আ স ম ফিরোজ বলেছেন, 'স্বাধীনতা, সংগ্রাম ও উন্নয়নের প্রতীক নৌকা। বদলে দেওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি নৌকা।'

রোববার বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আ স ম ফিরোজ বলেন, 'নৌকাই আমাদের স্বাধীনতা দিয়েছেন, উন্নয়ন দিয়েছে। আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে। বাংলার জনগণ আগামী ০৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আবারও প্রমাণ করবে- বাংলাদেশ কারো ধরনা ধরে না, বাংলাদেশ আপন গতিতে এগিয়ে চলে। কোনো পরাশক্তিকেও বাংলার মানুষ ভয় পায় না।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের চিত্র পাল্টে গেছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোল মডেল। আমাদের এ অকল্পনীয় উন্নয়ন অগ্রযাত্রা অনেক মোড়লদের সহ্য হয় না। তাই তারা আমাদের অভ্যন্তরে ষড়যন্ত্র শুরু করেছে। আর এ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে বিশ্ব মোড়লরা বিএনপির ওপর ভর করেছে। আর বোকার দল বিএনপি বিদেশী নেতাদের ফাঁদে পা দিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছে।'
তিনি আরও বলেন, 'বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। যার জন্য তাদের পস্তাতে হবে। তারা নির্বাচনে না এসে মানুষ হত্যায় মেতেছে, নাশকতা করছে। মানুষ পুড়িয়ে মারছে। বাংলার জনগণ ০৭ জানুয়ারি দল বেধে ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির এ আগুন সন্ত্রাসের জবাব দেবেন।'

আ স ম ফিরোজ বলেন, 'শেখ হাসিনা দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। পদ্মা সেতু, লেবুখালী সেতু, সেনানিবাস, কোস্ট গার্ড ক্যাম্প, পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক উন্নয়ন করেছেন। বাউফলে ২২০০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। শত শত সেতু, নার্সিং কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসায় ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছেন। প্রান্তিক জনগণকে সহায়তা দিচ্ছেন। বিভিন্ন ভাতা দিচ্ছেন। যার কারণে জনগণ আগামী দিনেও নৌকায় ভোট দেবেন।'

পথ সভায় আ স ম ফিরোজের ছেলে রায়হান সাকিব, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,