For English Version
রবিবার ২৮ এপ্রিল ২০২৪
হোম

জোরপূর্বক বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা বিএনপি নেতার

Published : Wednesday, 4 December, 2019 at 12:02 PM Count : 528

কুমিল্লার দাউদকান্দির ভেলানগরে আদালতে চলমান মামলা নিষ্পত্তির আগেই বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখল করে রাতারাতি ড্রেজার দিয়ে বালি ফেলে ভরাট করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্তরা হলেন, ভেলানগরের বাসিন্দা মৃত আলেক মোল্লার ছেলে বিএনপি নেতা জসিম মোল্লা এবং একই এলাকার মির্জা আলী মোল্লার ছেলে বিএনপি কর্মী ও মাদক মামলার আসামি তানভীর মোল্লা গং।

জানা গেছে, ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং জোরপূর্বক জমি দখলে নেওয়ার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এমতাবস্থায় জমির প্রকৃত মালিকদেরকে জসিম মোল্লা গং বিভিন্ন হুমকি ধামকি ও প্রাণে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। ভুক্তভোগীরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী মো. সুমন সরকার বলেন, আউটবাগ দাগে সিএস ৪২০, আরএস ৪১৭ মৌজা, আউটবাগ ২৩৭ সাবেক দাগ ৫৩৮ এর মোট ১০৭ শতাংশ নাল জমির অন্দরে খাল ৯৭৭ দাগের ৩০ শতাংশ জমির মালিক আমি। আর আমার প্রতিবেশী জসিম মোল্লা সিএস ৪২০ এর ১৭৬/১ খতিয়ানে ৫৭৮ দেখিয়ে ১৭ শতাংশ জমি দখলের জন্য জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি ভরাট করার অপচেষ্টা করছে। অথচ ১৭৬/১  এর খতিয়ানের নকশায় এর কোন অস্তিত্ব নেই।
সমুন আরও বলেন, ২০০৬ সালের ১২ ডিসেম্বর আমার প্রতিপক্ষ জসিম মোল্লা ও সাবেক মেম্বার মবিনকে সাক্ষী রেখে সামাদ সরকারের নিকট থেকে এই জমি ক্রয় করি। আর জসিম মোল্লার জমি ২০০৮ সালের ১৪ মে মফিজুল ইসলামের নিকট থেকে ক্রয় করে। যার হালদাগ হলো ১০০০। এখানে দেখা যাচ্ছে জমির মালিক ও দাগ নম্বরের মধ্যে কোন মিল নেই এবং আমি জসিম মোল্লার দুই বছর আগেই এই জমি কিনেছি। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু জসিম মোল্লা আদালতে মামলা চলমান রেখে জোর করে ড্রেজার দিয়ে মাটি ভরাট করছে। আর আমি বাধা দিতে গেলে আমাকে বিভিন্ন হুমকি ধামকি ও প্রাণে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। এরপর আমি থানায় অভিযোগ দিলে প্রশাসন ড্রেজারে মাটি ভরাট বন্ধ করে দেয়। কিন্তু সম্প্রতি আবার মাটি ভরাটের অপচেষ্টা করছে তারা। প্রশাসনের কাছে আমি এ ঘটনার তদন্ত পূর্বক বিচার চাই। জসিম মোল্লার বিরুদ্ধে থানায় পেট্রোল বোমা হামলার মামলাও রয়েছে। তানভীর মোল্লার বিরুদ্ধে থানায় দুটি ইয়াবা পাচারের মামলাও রয়েছে।

আরেক ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম সরকার বলেন, জসিম মোল্লা আমার ১৭ শতাংশ জমি অবৈধ ভাবে দখল করে সীমানা প্রাচীর দিয়ে ফেলেছে। আমি বাধা দিতে গেলে আমাকে হুমকি ধামকি ও প্রাণনাশের ভয় দেখাচ্ছে। পরে আমি স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি বলেন, আপনার জমি আপনি রক্ষা করতে না পারলে আমরা কি করবো। এরপর আমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি আরও বলেন, আমার বাড়িতে কোন পুরুষ থাকে না, কারণ সবাই প্রবাসী। বাড়িতে নারী ও শিশু থাকে। এমতাবস্থায় জসিম মোল্লার হুমকি ধামকিতে আমরা ভীত সন্ত্রস্ত। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। 

এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই জমি নিয়ে উভয়পক্ষের আদালতে মামলা রয়েছে তাই এ ব্যাপারে আমার কিছু করার নেই। আমি সংশ্লিষ্টদের বলে দিয়েছি আপনারা আদালতে যান। কেউ যদি বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক মাটি ভরাট করে এবং দাঙ্গা হাঙ্গামা করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft