রোববার অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির পাঁচজন দলীয় প্রার্থী বিজয়ী হন। এছাড়া, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন গণফোরামের দুই প্রার্থী। তবে গণফোরামের সদস্যরা শপথ নেবেন কি না, সে বিষয়ে এখনও জানা যায়নি।’
প্রার্থীদের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা তো একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নতুন নির্বাচনের দাবি করেছি। ফলে সংসদে যোগ দেওয়ার প্রশ্নই আসে না।’
বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরাও এ বিষয়ে বলেন, ‘যেহেতু আমরা এ নির্বাচনকে মানছি না। তবে বিজয়ীদের সংসদে যাওয়া কিংবা শপথ নেয়ার কোন প্রশ্নই আসে না। দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে আমরা মাঠে নামবো।’
বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
-এসআর/এমএ