Sunday | 19 January 2025 | Reg No- 06
Epaper | English
   
Sunday | 19 January 2025 | Epaper

নড়াইল পরিবর্তনের মহা পরিকল্পনা মাশরাফির

Published : Monday, 31 December, 2018 at 7:21 PM  Count : 561
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকে বিজয়ের পর নিজ আসনকে পরিবর্তনের মহা পরিকল্পনা করছেন মাশরাফি বিন মর্তুজা। 

বিজয়ী হবার পর এক প্রতিক্রিয়ায় মাশরাফি জানান, ‘নড়াইলকে দেশের অন্যতম বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এজন্য প্রথম পদক্ষেপ হবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এরপর খেলাধুলা, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষার উন্নয়ন। এছাড়া নিয়ন্ত্রণ করা হবে দুর্নীতি ও মাদকদ্রব্য।’

এ পরিকল্পনা বাস্তবায়নে নড়াইলবাসীর সহযোগিতা চান মাশরাফি।

সোমবার দুপুর ১টায় নির্বাচনী কার্যালয় তাহেরা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনী গনসংযোগের সময় দেখেছি নড়াইলের সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। বিভিন্ন এলাকা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত। দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন ও নদী ভাঙ্গন প্রতিরোধে কাজ করতে চাই।’

স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে মাশরাফি বলেন, ‘নড়াইলে কোনো মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সে ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করে প্রধানমন্ত্রীর সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে’।

কৃষির উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে জেলার দরিদ্র কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে’।

খেলাধুলার ব্যাপারে মাশরাফি বলেন, ‘ইতোমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলার উন্নয়নের জন্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে’।

‘এতে তরুণ সমাজের সুস্থ মেধা মনন তৈরি হবে, চাকরি ও কর্মসংস্থানের সুযোগ পাবে এবং তরুণ সমাজ মাদকদ্রব্য থেকে দূরে থাকবে’ যোগ করেন তিনি।

খেলার মাঠের মাশরাফি আর রাজনীতির মাঠের মাশরাফির মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতির মাঠে থেকে দেশের সেবা করার চেষ্টা করবো’।

আগামী ৫ জানুয়ারি থেকে বিপিএল খেলা শুরু হবে। সেজন্য ১ জানুয়ারি নড়াইল থেকে ঢাকায় ফিরবেন তিনি।

‘এখন থেকে ফের খেলায় মনোযোগী হবো। এখন টার্গেট আগামী বিশ্বকাপ। এরপর কি করবো সেটা তখনই চিন্তা-ভাবনা করা যাবে,’ বলেন মাশরাফি।

এ আসনে তিনি ২ লক্ষ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট।

এসআর
Related topic   Subject:  নড়াইল   পরিবর্তনের   মহা    পরিকল্পনা    মাশরাফির  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close