মন্ত্রী, রাজনৈতিক নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, বিজিবি, পুলিশ ও র্যাবের প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন।
প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে।
একইসঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বসহ সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট ২৮৭টি আসনে জয়ী হয়।