Sunday | 19 January 2025 | Reg No- 06
Epaper | English
   
Sunday | 19 January 2025 | Epaper

যে কয়টি আসনে জয় পেল জাতীয় পার্টি

Published : Monday, 31 December, 2018 at 2:12 AM  Count : 906
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে জাতীয় পার্টি (এরশাদ) ২৬টি আসনে এবং ১৪৮টি আসনে উন্মুক্ত প্রার্থী দেয় দলটি। তবে মহাজোটের অংশ হলেও ‘লাঙ্গল’ প্রতীকেই নির্বাচনে অংশ নেয় জাপা। 

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মহাজোটের অংশ হয়ে ২২টি আসনে জয়ী হয়েছে জাপা।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫  (বন্দর-সদর আংশিক) আসনে এ কে এম সেলিম ওসমান, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে মুজিবুল হক চুন্নু, চট্টগ্রাম-৫ (চসিক ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে আনিসুল ইসলাম মাহমুদ, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে পীর ফজলুর রহমান মিসবাহ, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মো. রুস্তম আলী ফরাজী, রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গা, রংপুর-৩ (সদর-রসিক) হুসেইন মুহম্মদ এরশাদ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে আহসান আদেলুর রহমান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ফখরুল ইমাম।

লালমনিরহাট-৩ আসনে জি এম কাদের, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে শামীম হায়দার পাটোয়ারি, বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদার, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬ আসনে নাসরিন জাহান রত্না, ঢাকা-৪ আসনে সৈয়দ আবু হোসেন, ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশীদ, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ।

এদিকে, উন্মুক্ত প্রার্থী দেওয়া বরিশাল-৩ (মুলাদী এবং বাবুগঞ্জ) আসনে জয়লাভ করেছেন গোলাম কিবরিয়া টিপু।
-এমএ
Related topic   Subject:  যে   কয়টি   আসনে   জয়   পেল   জাতীয়   পার্টি  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close