এ জেলার তিনটি আসনের মধ্যে ফেনী-০১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে ভোটকেন্দ্র রয়েছে ১০৬ টি, নারী ভোটার- ১ লাখ ৪৯ হাজার ৯৩৩ জন। পুরুষ ভোটার- ১ লাখ ৫৫ হাজার ১২২ জন। মোট-৩ লাখ ০৫ হাজার ০৫৫ জন।
ফেনী-০২ (সদর) আসনে ভোটকেন্দ্র ১২৬ টি, নারী ভোটার- ১ লাখ ৬৮ হাজার ১৬৯ জন। পুরুষ ভোটার- ১ লাখ ৭৯ হাজার ৯৯৩ জন। মোট-৩ লাখ ৪৮ হাজার ১৬২ জন।
ফেনী-০৩ (দাগনভূঞাঁ, সোনাগাজী) আসনে ভোটকেন্দ্র- ১২৬ টি, নারী ভোটার- ১ লাখ ৯৪ হাজার ৬৯৯ জন। পুরুষ ভোটার- ১ লাখ ৯৮ হাজার ৭৫৫ জন। মোট-৩ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৫ প্রার্থীর মধ্যে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মহাজোটের পক্ষে জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার (নৌকা), বিএনপির
ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল আলম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের নেতা শেখ আবদুল্লাহ (আপেল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ)’র শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), খেলাফত আন্দোলন আনোয়ার উল্লাহ ভূঁঞা (বটগাছ), জাতীয় ঐক্যফ্রন্টের এটিএম গোলাম মাওলা চৌধুরী (উদীয়মান সূর্য), ইসলামী ফ্রন্টের কাজী মাওলানা নুরুল আলম (মোমবাতি), মুসলিম লীগের তারেকুল ইসলাম (হারিকেন) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন।
ফেনী-২ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী (নৌকা), বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের নুরুল করিম বেলালী (হাতপাখা), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জসিম উদ্দিন (কোদাল) ও জাকের পার্টির নজরুল ইসলাম (গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মহাজোটের পক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), বিএনপির দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী
কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার (আপেল) ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত (নোঙ্গর), বাসদের হারাধন চক্রবর্তী (মই), বিএনএফ শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), ইসলামী আন্দোলনের আবদুর রাজ্জাক (হাতপাখা), ইসলামী ফ্রন্ট মো.
মাঈন উদ্দিন (চেয়ার) ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের গোলাম হোসন (বাঘ), স্বতন্ত্র রিন্টু আনোয়ার (মোটর গাড়ী) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ফেনী ০১ আসনে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ এবং ফেনী ০৩ আসনে আপেল প্রথীকের আবুল বাশার এবং নোঙ্গর প্রতীকের ইসতিয়াক নির্বাচনের আগেই নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।