Friday | 7 February 2025 | Reg No- 06
Epaper | English
   
Friday | 7 February 2025 | Epaper
BREAKING: আইসিসি'র ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা      কারাবাও কাপের ফাইনালে লিভারপুল      অভিনেত্রী শাওন গ্রেপ্তার      তিতাস নদীতে নৌকা ডুবে মা-ছেলে হতাহত      হাসিনার ভাষণে ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙচুর      ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর      সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন      

আগাম মুকুলে ভরছে বাগান, উৎকণ্ঠা বাড়াচ্ছে কুয়াশা

Published : Thursday, 23 January, 2025 at 9:48 PM  Count : 90

চলতি মৌসুমে অনেকটা আগেই মুকুলে ভরছে অনেক আম বাগান। ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে মুকুল। ইতোমধ্যে মুকুলের যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অনেক গাছে মুকুল এরইমধ্যে পরিপুষ্ট হয়েছে। তবে আগাম মুকুলের জোয়ারে উৎকণ্ঠা বাড়াচ্ছে শীতের কুয়াশা।

বাগানিদের প্রত্যাশা, গত বছর যেহেতু মুকুল কম এসেছিলো, এবার ভালো মুকুল আসবে। ভালো ফলনের সঙ্গে লাভবানও হতে পারবেন তারা।

সরেজমিনে জেলার গোদাগাড়ি, পবা এলাকার বাগান ঘুরে দেখা যায়, বাগানগুলোতে অধিকাংশ গাছেই মুকুল এসেছে। যেসব গাছে এখনো মুকুল আসেনি, সেসব গাছের জন্য বাড়তি যত্ন নিচ্ছেন চাষিরা। এছাড়া ফড়িয়ারাও বাগানে বাগানে ঘুরতে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মুকুল দেখে বাগান কেনাকাটাও শুরু হবে বলে জানাচ্ছেন তারা।

তবে চাষিরা বলছেন, আগাম মুকুল আসলে কুয়াশার কবলে পড়ার শঙ্কা বেশি থাকে। ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে আমের মুকুলে ‘পাউডারি মিলডিউ’ নামে এক ধরনের রোগ দেখা দেয়। এতে আমের মুকুল ঝরে পড়ে। যার প্রভাব পড়ে আমের ফলনেও।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, এবার শীতের প্রকোপ খুব বেশি দেখা যাচ্ছে না। কুয়াশার পর রোদ থাকায় নষ্টের পরিবর্তে মুকুল আরও সতেজ হবে। এজন্য কিছু ছত্রাক জাতীয় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় ৯৩ হাজার ২০০ হেক্টর জমিতে আমচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আনুমানিক প্রায় সাড়ে ১২ লাখ টন। এরমধ্যে রাজশাহী জেলায় ১৭ হাজার ৯০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। গত বছর এ অঞ্চলে মোট ১২ লাখ ৭ হাজার ২৬৩ টন আম উৎপাদন হয়।

পবা উপজেলার আমচাষি সাবিয়ার আলী বলেন, গত দুই বছর গাছে আশানুরূপ মুকুল পায়নি। এবার দেখছি আগে ভাগেই এসেছে। এতে খুশি হয়েছি। তবে শঙ্কাও আছে, কেননা কুয়াশার কবলে পড়লে মুকুল নষ্ট হবে।

রাজশাহী আম ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাগানে গাছে গাছে মুকুল আসা শুরু হয়েছে। অগ্রিম মুকুল আসলে কুয়াশার কারণে একটা শঙ্কা থাকে। আর গত বছরতো ভালো মুকুল আসলেও তা ঝরে পড়ায় সার্বিক উৎপাদনে ভাটা পড়েছিলো। এবার ভালোফলনের প্রত্যাশা করছি। বাকিটা আবহাওয়ার উপরে। আর সামনে কিছুদিনের মধ্যে বাগান কেনাবেচা শুরু হবে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, এবার বেশকিছু বাগানে আগাম মুকুল এসেছে। গত বছর যেহেতু কম মুকুল এসেছে, এবার বেশি মুকুল হবে বলে আশা করছি। আর চাষিদের গাছের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।

রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. মোতালেব হোসেন বলেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী বড় আম গাছে কোনো বছর মুকুল কম আসলে পরের বছর বেশি আসে। সে হিসাবে বড় গাছগুলোতে মুকুল এবার বেশি আসার কথা। আর ছোট গাছ যারা বাণিজ্যিক উদ্দেশ্যে রোপণ করেন, তারা যথাযথ যত্ন নেন। এ কারণে তাদের মুকুলে সব মৌসুমেই জোয়ার থাকে। আর এবারের আবহওয়া আম চাষের জন্য খুবই উপযোগী। সুতরাং আশা করছি, এবার আমাদের মুকুল-গুটি ও উৎপাদন ভালোই হবে।

তিনি আরও বলেন, মুকুল যদি কুয়াশার কবলে পড়ে সেক্ষেত্রে অগ্রিম সতর্ক থাকতে হবে চাষিদের। আমাদের ব্যাপক প্রচার-প্রচারণা ও ট্রেনিংয়ের কারণে আম চাষিরা এখন যথেষ্ট সচেতন।

এফএ/এসআর





LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close