নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের দলীয় পদে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে গত ২০ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিলো। আবেদনের প্রেক্ষিতে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখা, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সতর্ক থাকতে বলা হয়।
এ বিষয়ে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, 'গণতন্ত্রকামী মানুষের লক্ষ্য অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি এই দলটির একজন কর্মী। আপনারা জানেন হাতিয়া উপজেলায় বিগত দিনে বিএনপিকে গতিশীল করতে গিয়ে কতটা ত্যাগ সংগ্রাম করেছি। আমার দল যখন যে সিদ্ধান্ত নেয় তা আমি মেনে চলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি আমার জন্য প্রেরণার পাথেয়। আমি দলের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ।'
উল্লেখিত পত্রের অনুলিপি মাহবুবের রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বিএনপি; হারুনুর রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বিএনপি; ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বিএনপি এবং সভাপতি ও সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা বিএনপিকে দেয়া হয়।
টিআই/এমএ