কর্কট
(২১ জুন - ২০ জুলাই) পারিবারিক জীবনে কোনো সমস্যার সমাধানে মায়ের সাহায্য পাবেন। গৃহে আত্মীয়-স্বজনের আগমন হবে। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ। প্রেমে জটিলতার আশঙ্কা।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) মধ্যস্ততার কাজে অগ্রগতি। ছোট ভাই-বোনের সাহায্য পাবেন। বৈদেশিক যোগাযোগে উন্নতি হবে। বিদেশ থেকে কিছু অর্থ লাভের যোগ। সাহিত্যিকদের আয়-রোজগার বৃদ্ধি পাবে।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) বকেয়া বিল আদায় হওয়ার কারণে সঞ্চয়ে উন্নতি হবে। গৃহস্থালী প্রয়োজনে কিছু খাবার কেনাকাটা করতে হবে। সাংসারিক জীবনে আত্মীয় কুটম্বর সাহায্য লাভের আশা। আর্থিক ক্ষেত্রে উন্নতির দিন। ছোট ভাই-বোনের বিষয়ে জটিলতা।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) নিজের কাজের উপর আস্থা রাখতে হবে। কারো উপর অধিক নির্ভরতা ঠিক নয়। ব্যবসায় নিজের সিদ্ধান্তকে বাস্তবায়নের চেষ্টা করতে পারেন। আর্থিক বিষয়ে ভালো কোনো সংবাদ পাবেন।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) গৃহস্থালী ব্যয় বৃদ্ধি। ট্রাভেল এজেন্সী ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার হবে। জীবন সাথী ও পরিবার নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার। দাম্পত্য কলহের বিষয়ে সতর্ক থাকুন।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হবে। ব্যবসা-বাণিজ্যে উন্নতির আশা। প্রভাবশালী বন্ধুর সাহায্যে কোনো বকেয়া সরকারি বিল আদায় হবে। প্রবাসী কারো সাহায্য পাবেন।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) কর্মক্ষেত্রে পদস্ত ব্যক্তির সাথে জটিলতার অবসান। বেকারদের চাকরি সংক্রান্ত সুসংবাদ প্রাপ্তি। সামাজিক সাঙ্গঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে অগ্রগতি। বন্ধুর সাথে বিরোধের আশঙ্কা।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় উন্নতি। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে চলমান বাধা কাটিয়ে উঠতে পারবেন। অতিন্দ্রীয় বিষয়ে পড়াশোনার যোগ। ধর্মীয় কাজে অর্থ ব্যয়।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে। ব্যবসা-বাণিজ্যে নতুন করে ঋণ করতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ধীরে চলো নীতি আপনাকে সাফল্য এনে দেবে।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।