নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান। বুধবার দিবাগত রাতে উপজেলার আফাজিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আফাজিয়া বাজারের উত্তর পাশে একটি মুদি দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গভীর রাত হওয়ায় মানুষজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রায় তিন ঘন্টাব্যাপী ছিল আগুনের এই তাণ্ডব। পরে হাতিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করে।
আফাজিয়া বাজারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান, আগুনে চা দোকান তিনটি, মুদি দোকান দুটি, কসমেটিক্স দোকান একটি, ফার্মেসী একটি, জ্বালানী তেলের দোকান একটি, ফার্নিচার দোকান দুটি, সেলুন দুটি ও মুদি দোকানের মালামালের গোডাউন দুটি সহ ১৪টি দোকান পুড়ে গেছে।
বাবুল স্টোরের মালিক সুজন দেবনাথ জানান, তিনি অমৃত কোম্পানীর হাতিয়ার এজেন্ট। তার দোকানের পাশে মুদি দোকানের মালামালের গোডাউন ছিল। তাতে প্রায় কোটি টাকা মূল্যের বিড়ি, সয়াবিন তেল, সরিষার তেল ও অমৃত কোম্পানীর কনজুমার আইটেম ছিল। এসব পণ্য একেবারে পুড়ে গেছে।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জসিম উদ্দিন জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ১৪টি দোকান পুড়ে গেছে।
টিআই/এমএ