Friday | 7 February 2025 | Reg No- 06
Epaper | English
   
Friday | 7 February 2025 | Epaper
BREAKING: ৩ দিনের মধ্যে ইস্যু না হলে উড়োজাহাজের বুকিং টিকিট বাতিল      আইসিসি'র ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা      কারাবাও কাপের ফাইনালে লিভারপুল      অভিনেত্রী শাওন গ্রেপ্তার      তিতাস নদীতে নৌকা ডুবে মা-ছেলে হতাহত      হাসিনার ভাষণে ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙচুর      ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর      

পাহাড়ি ঢলে বিধ্বস্ত মহাসড়ক মেরামত করা হয়নি আজো

Published : Wednesday, 22 January, 2025 at 10:22 PM  Count : 83

টানা ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী-বারোমারী-শেরপুর মহাসড়কটি এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিধ্বস্ত হওয়ার তিন মাস অতিবাহিত হলেও আজো মেরামত করা হয়নি সড়ক ও জনপথ বিভাগের দুই লেনের ওই মহাসড়কটি। ফলে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী ছোট বড় মাঝারি ও ভারিসহ সবধরনের যানবাহন এবং পথচারীরা।

সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢলের বন্যার মুখোমুখি হয় ভারত সীমান্তবর্তী জেলা শেরপুর। ওই বন্যার ভয়াবহতায় পানির তোড়ে বিচ্ছিন্ন হয়ে যায় জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী-বারোমারী-শেরপুর সড়ক। এতে দুই লেন সড়কের দুইটি স্থানে বড় আকারে ভাঙ্গনসহ সড়কের দুইপাশে অন্তত ৩০০ মিটার ভেঙে গেছে৷ এতে জেলা শহরের সাথে যানচলাচল বন্ধসহ ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী৷ এমতাবস্থায় যোগাযোগ ব্যবস্থা সচল করে জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তা মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী ভুক্তভোগীদের।

পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় দুটি স্থানে দুই লেনের এ সড়কটি এতোটাই গভীর ও ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে যে পায়ে হেঁটে মানুষ পারাপারের জন্য স্থানীয়ভাবে তৈরি করতে হয়েছে বাঁশের মাচা। রাস্তার দুটি অংশে ৬৫ মিটার দীর্ঘ গভীর খাদ ছাড়াও প্রায় এক কিলোমিটারজুরে রাস্তার দুইপাশে ধ্বসে খাদে পরিণত হয়েছে।

সড়কের এই বেহাল দশায় জেলার একমাত্র নাকুগাঁও স্থলবন্দর, বারোমারী মিশন, বারোমারী বাজার, নন্নী উচ্চ বিদ্যালয়, নন্নী পোঁড়াগাও মৈত্রী কলেজ, নন্নী ইউনিয়ন পরিষদ, নন্নী উপ স্বাস্থ্যকেন্দ্রসহ গুরুত্বপুর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয়দের। বন্যায় সড়কটি বিধ্বস্ত হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও মেরামত তো দূরের কথা, এক মুঠো মাটিও ফেলেনি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ। যোগাযোগ ব্যবস্থা সচল করতে তৈরি করেনি বিকল্প কোন ব্যবস্থা। ফলে দুর্ভোগ কমছে না যাতায়াতকারীদের। 

নাকুগাঁও স্থলবন্দরের পণ্যবাহী যানবাহন ছাড়াও ছোট-বড় সবধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এ সড়কে। স্থানীয় বাসিন্দাসহ ওই পথে চলাচলকারী অন্যান্য এলাকার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত পোহাচ্ছে ভোগান্তি। ভাঙা সড়কের দুইপাশে বারবার যানবাহন পরিবর্তন করতে গিয়ে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, রাস্তা ভেঙে যাওয়ায় আমাদের যাতায়াত খুব সমস্যা হচ্ছে। বার বার অটোরিক্সা পরিবর্তন করে চলাচল করায় ভাড়াও বেশি লাগছে। সন্ধ্যা হয়ে গেলে এখন গাড়ীও পাওয়া যায় না৷ এতে প্রতিদিন কলেজে যাওয়াই এখন কষ্টের।

ওই এলাকার কৃষক ইউসুফ আলী বলেন, ভারী কোন জিনিস নিয়ে এখন এই পথে যাতায়াত করতে পারি না। বাঁশের মাচা দিয়ে এই ভাঙা পথ পার হয়ে চলাচলে খুবই কষ্ট হয়। সড়কটি দ্রুত মেরামত করা হলে আমাদের খুব উপকার হতো।

অটোচালক হারেজ আলী বলেন, দীর্ঘ ভাঙা সড়কের দুই পাশে আমরা অটোরিক্সা নিয়ে যাত্রীর অপেক্ষায় থাকি৷ এই পথে কোন পণ্য নিয়ে যাতায়াত করা যায় না। এতে যাত্রীও কমে গেছে, আমাদের আয় রোজগার একদম কমে গেছে। 

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ একাধিকবার বিধ্বস্ত সড়কটি পরিদর্শন করে যাওয়ার পর আমরা কিছু অর্থ বরাদ্দ পেয়েছি৷ ভাঙা অংশে দুটি কালভার্ট নির্মাণসহ নকশা করে বিধ্বস্ত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এমএস/এসআর

Related topic   Subject:  নালিতাবাড়ী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close