শনিবার দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের খালইস্ট এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু। তিনি দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলজার হোসেন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মো. শাহীন মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা কাজী আবু সুফিয়ান বিপ্লব, মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি, শহর যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক, বিএনপি নেতা বাদশা সিকদার, ২ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সুমন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, যুবদল নেতা মো. বুরজাহান ঢালী, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিন প্রমুখ।
এমএইচএস/এসআর