Saturday | 8 February 2025 | Reg No- 06
Epaper | English
   
Saturday | 8 February 2025 | Epaper
BREAKING: এবারও শিরোপা বরিশালের ঘরে, গড়লো ইতিহাস      বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি থাকবে: কৃষিবিদ তুহিন      বয়স্কদের ছাড় দিয়ে তরুণদের নেতৃত্বই মানতে হবে: সিনিয়র সচিব      শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা      জাতীয় নির্বাচন বছরের শেষ দিকে হতে পারে: প্রধান উপদেষ্টা      যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন      ৩ দিনের মধ্যে ইস্যু না হলে উড়োজাহাজের বুকিং টিকিট বাতিল      

সুপারকোপার শিরোপা বার্সার ঘরে

Published : Monday, 13 January, 2025 at 10:06 AM  Count : 138

বছরের প্রথম এল ক্লাসিকো হয়ে গেল সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে। এবার লা লিগা নয়, রোববারের ম্যাচটি ছিল স্প্যানিশ সুপারকোপার ফাইনাল। আরও একবার শিরোপা জিতে রিয়ালের সঙ্গে ব্যবধানটাও বাড়িয়ে নিয়েছে বার্সা। ৫-২ গোলে জিতেছে হানসি ফ্লিকের দল। সুপারকোপার শিরোপার সংখ্যা নিয়ে গেছে ১৫-তে।

এই ম্যাচে বার্সার শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল রিয়ালের। জিততে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের সর্বোচ্চ (১৪ বার) শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারতো আনচেলত্তির দল। কিন্তু মাঠে কী হয়েছে, তা সবারই জানা। যে কারণে রিয়ালের শিরোপার সংখ্যা ১৩-ই থেকে গেলো।

প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল। ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধেও নাটকীয়তা কম দেখা যায়নি। এই অর্ধের শুরুতে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বার্সা। এরপর বার্সার গোলরক্ষক ভয়চেক সিজনি লাল কার্ড দেখেন। এরপর প্রায় ৪০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলে বার্সা। প্রতিপক্ষ দলের একজন কম খেলার সুযোগটাও কাজে লাগাতে পারেনি রিয়াল। ১ গোল করে শুধু ব্যবধানটাই কমাতে পারে তারা।

রোববার গোলবন্যার যাত্রাটা শুরু করে রিয়ালই। ৫ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ১-০ তে এগিয়ে যায় আনচেলত্তির দল। ২২ মিনিটে লামিন ইয়ামালের গোলে ১-১ সমতায় ফেরে বার্সা।

এরপর ৩৬ মিনিটে ডি-বক্সের ভেতর বার্সার গাভিকে ফাউল করেন রিয়ালের কামাভিঙ্গা। এতে বার্সার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি হেসুস গিল মানজানো। স্পটকিকে গোল করতে ভুল করেননি রবার্ট লেওয়ানডস্কি। এতে ২-১ তে এগিয়ে যায় বার্সা।
৩ মিনিট চোখধাঁধানো গোল করেন রাফিনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে ব্যবধান ৩-১ করে বার্সা। প্রথমার্ধের ইনজুুরি সময়ে (৪৫+১০) আরও গোল করে ম্যাচের নিয়্ন্ত্রণ বার্সার হাতে তুলে দেন আলেজান্দ্রো বালদে। বার্সা ৪-১ গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। এতে ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সা (৫-১)।

৫৬ মিনিটে ডি-বক্সের সামান্য বাইরে এমবাপেকে ফাউল করেন বার্সার গোলরক্ষক সিজনি। এতে পোলিশ গোলরক্ষককে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। নতুন গোলরক্ষক ইনাকি পেনা রিয়ালের পক্ষে ফ্রি-কিক নেওয়া রদ্রিগোর শট থামাতে পারেননি। ব্রাজিলিয়ান তারকার দুর্দান্ত গোলে ব্যবধান কমায় রিয়াল (৫-২)।

১০ জনের দলে পরিণত হওয়ার পর গোলবারের সামনে ব্যূহ রচনা করে বার্সা। যে কারণে আর কোনো গোল করতে পারেনি রিয়াল। রেফারির বাঁশিতে শুধু হতাশই হতে হয় রিয়াল সমর্থকদের।

এমএ
Related topic   Subject:  সুপারকোপা   শিরোপা   বার্সা   রিয়াল  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close