দীর্ঘদিন পর পর্দা উঠলো রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের। বৃহস্পতিবার রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন।
এ সময় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট ক্রীড়াবিদ আবু সাদাৎ মো. সায়েমসহ অন্যান্য ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ভোলকান ক্লাব ও বুড়িঘাট ইয়ুথ ক্লাব একে অপরের মোকাবেলা করছে। টসে জিতে প্রথমে ব্যাট করছে ভোলকান ক্লাব।
টুর্নামেন্টে ১৮টিম অংশ গ্রহণ করবে। টিমগুলো হচ্ছে- ক গ্রুপে ভোলকান ক্লাব, বুড়িঘাট ইয়ুথ ক্লাব, এডিসি হিল ওয়ারিয়র্স, ফ্রেন্ডস ২২ লিমিটেড, হিস্টেরি ক্রিয়েটর্স, সোনালী স্পোটিং ক্লাব, হিল ক্রিকেট একাডেমী, পাইওনিয়ার ক্লাব, ক্লাব আরজিটি।
খ গ্রুপে ইয়াং রাঙামাটি, টিম লিজেন্ডস, আনসেপারেটেড ক্লাব, বাংলা বয়েজ স্পোটিং ক্লাব, আগামী সংঘ ক্লাব, রাইজিং ক্রিকেটার্স একাডেমী, আরাফত রহমান কোকা ক্রীড়া সংসদ, ভিক্টোরি ক্লাব, অগ্রযাত্রা।
আগামী ২২ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এসআই/এমএ