Friday | 7 February 2025 | Reg No- 06
Epaper | English
   
Friday | 7 February 2025 | Epaper
BREAKING: ৩ দিনের মধ্যে ইস্যু না হলে উড়োজাহাজের বুকিং টিকিট বাতিল      আইসিসি'র ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা      কারাবাও কাপের ফাইনালে লিভারপুল      অভিনেত্রী শাওন গ্রেপ্তার      তিতাস নদীতে নৌকা ডুবে মা-ছেলে হতাহত      হাসিনার ভাষণে ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙচুর      ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর      

‘সরকার উরফের মাইনষেরে সব দ্যায়, আমগোরে কিছু দ্যায় না’

Published : Thursday, 9 January, 2025 at 12:58 PM  Count : 209

ভোলার চরফ্যাশনের দক্ষিণ উপকূলের মেঘনা ও তেতুলিয়া নদীতে বসবাস করা ৩০০ জেলে পরিবার শীতে কাঁপছে। এসব পরিবারের লোকজন ভোটার হলেও সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না। আগুন আর ছেঁড়া কাঁথাই জেলে পরিবারের শীত নিবারণের একমাত্র অবলম্বন। তাও সব সময় নৌকার কাছে আগুন পাওয়া যায় না। ফলে এসব পরিবারের বৃদ্ধ-শিশুদের শীতজনিত রোগ লেগেই আছে।

সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডফিশের ইকো ফিশ প্রকল্পের ভোলা জেলা সমন্বয়কারী খোকন চন্দ্র শীল বলেন, ‘আমরা এসব জেলেদের ওয়াটার জিপসি বলে থাকি। তাদের সরকারের নিয়ম ও আইন-কানুন মানানোর চেষ্টা করছি। কিন্তু কিছু পরিবারকে সোলার প্যানেল ছাড়া কিছুই দিতে পারিনি। এসব জেলে মৌলিক ও মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’

চর কুকরি মুকরির ইউনিয়ন পরিষদ সচিব লোকমান হোসেন বলেন, ‘এসব জেলেরা উদ্বাস্তু। তাদের বসতি নেই। যার কারণে পরিষদের করা তালিকায় অন্তর্ভুক্তি হচ্ছে না। আমি বিষয়টি জানি, চেষ্টা করছি তাদের জন্য কিছু করার।’

চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের বেতুয়াসুলিজ খালের মাথায় দেখা যায়, এখানে মেঘনা তীরে প্রায় ৫০ নৌকায় বসত করে জেলে পরিবার। এসব নৌকায় বসত করে প্রায় ২০০ মানুষ। এসব ওয়াটার জিপসি লোকজনকে বলে মানতা সম্প্রদায়। এসব নৌকার প্রধান নারী। তিনি জাল পাতেন, তাকে সাহায্য করেন সন্তান, কন্যা ও স্বামী। 
এমনই এক নারী কমলা বানু (৩৪)। তিনি বলেন, ‘নদীতে হাড় কাঁপানো শীত বইছে সারা দিন। সারা দিন কাজকর্মের মধ্যে থাকি। গত বছর এই সময়ে নদীতে শীত থাকলেও কাবু করতে পারেনি। এবার বইছে কনকনে ঠান্ডা বাতাস। তীব্র শীতে শরীর কুঁকড়ে আসছে হাত-পা। বেয়ান বেলাত (সকাল বেলা) উইটতে পোলাইনের ঠেলা-গুঁতা লাগে, শরীল জইম্যা যায়। উইড্ডাই আগুন জ্বালাই। গাও আতপাও (শরীর, হাত, পা) গরম কইরা নৌকা লইয়্যা বাইরাই।’

হাছিনা (৪০) বলেন, ‘মাঘের শুরুত ঠান্ডা বাতাস দেহা দিছে। শীতে পেত্তেক (প্রতি) রাইতেই মনে অয় মইররা জামু, পোলাইন-ছালাইন লইয়্যা ছিরা খাতা (কাঁথা) গায় দিয়া রাইত কাডাই।’ 

কাইম আলি (৫০) বলেন, ‘কষ্টের জীবন। সরকার উরফের মাইনষেরে সব দ্যায়, আমগোরে কিছু দ্যায় না।’

অন্তত ৫৬ জন জল উদ্বাস্তুর সঙ্গে কথা বলে জানা যায়, তারা একেকজন একেক ঘাটে ভোটার হয়েছেন। তবে ভোটের সময় যেখানে ভোটার হয়েছেন, সেখানেই থাকার চেষ্টা করেন। তারা সরকারের সব আইন কানুন মেনে চলেন। কিন্তু সরকারের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা তাদের কখনোই সাহায্য-সহযোগিতা করে না। সরকার ও জনপ্রতিনিধিরা শীতবস্ত্র বিতরণ করছেন। কিন্তু তারা পাচ্ছেন না। তারা চরফ্যাশনের মেঘনা নদীর বেতুয়া, কচছপিয়া, ঢাল চর, পাতিলারঠোটা, কুকরির মনুরা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে বসবাস করছেন।

জেলেদের প্রধান শুক্কুর সরদার বলেন, ‘জাটকা সংরক্ষণ অভিযান ও মা ইলিশ রক্ষা অভিযান মেনে চলি। কিন্তু সরকার ও জনপ্রতিনিধিরা কখনোই আমাদের চাল দেন না। দেন না কোনো শীতবস্ত্র। কোনো সরকারি সহায়তা না পেলেও আমরা ভোট দেই। ৩০০ নৌকায় ৩০০ পরিবারের প্রায় ২ হাজার মানুষ বসত করে। এসব জেলে পরিবারের লোকজন সরকারের আইন মানতে গিয়ে বছরের অনেক সময় বেকার থাকেন। জালের পরিবর্তে মাছ শিকারে অন্য যন্ত্র ব্যবহার করছেন।’ 

কীভাবে সংসার চালান জানতে চাইলে তিনি বলেন, ‘আড়তদারের কাছে ঋণ নিয়ে চলেন।’ 

কুকরি বাজারের পল্লী চিকিৎসক শ্রী ভুষন বাবু বলেন, ‘এসব জেলে পরিবারের শিশু ও বৃদ্ধরা নানা রকম শীতজনিত রোগে ভুগছেন।’ 

ঢাল চর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোস্তফা বলেন, ‘সরকার থেকে জেলেদের জন্য কোনো বরাদ্দ আসে না। তাই দেওয়া হয় না।’

এসএফ/এমএ
Related topic   Subject:  ভোলা   চরফ্যাশন  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close