আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন সফরকারী অধিনায়ক গাবি লুইস।
আগের দুই ম্যাচেই ছিল দাপুটে জয়। বাংলাদেশের জন্য সিরিজটা নিশ্চিত হয়েই আছে। আজকের ম্যাচে হারানোর কিছু না থাকলেও বাংলাদেশের জন্য প্রাপ্তির দিক নেহাৎ কম না।
একাদশ
বাংলাদেশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, মারুফা আক্তার।
আয়ারল্যান্ড: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যালানা ড্যালজেল, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, অ্যারলেন ক্যালি, অ্যামি ম্যাগুয়ের, ক্যারা ম্যারে, ওরলা প্রেনডারগাস্ট, লেয়াহ পল, উনা রেইমন্ড, ফ্রেয়া সারজেন্ট।
-এমএ