Sunday | 19 January 2025 | Reg No- 06
Epaper | English
   
Sunday | 19 January 2025 | Epaper
BREAKING: আমরা যে সুখে-শান্তিতে আছি, অনেকের ভালো লাগে না: আজহারী      ট্রাকচাপায় নিহত ৩      রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর      অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক মেন্যুফেস্টো নেই: দেবপ্রিয় ভট্টাচার্য      ভ্যাট না বাড়িয়ে খরচ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত: বিএনপি      ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      প্লে-অফে রংপুর      

নিয়োগ দেবে গ্রামীণ ব্যাংক

Published : Sunday, 1 December, 2024 at 9:45 AM  Count : 427

প্রশিক্ষণ প্রকল্পে দুই ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে জনবল নিয়োগ দেবে গ্রামীণ ব্যাংক। আগ্রহী প্রার্থীদের (http://gbrecruit.ghrmplus.com/) ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ০৮ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: শিক্ষানবিশ অফিসার।

পদ সংখ্যা: অনির্ধারিত।

যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি/তিন বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা জিপিএ-৫ এর মধ্যে ৩.০০ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিজিপিএ-৪ এর মধ্যে সর্বনিম্ন ২.২৫ থেকে ৩.০০ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স সীমা: ০৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।


২. পদের নাম: শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক।

পদ সংখ্যা: অনির্ধারিত।

যোগ্যতা: এইচএসসি/সমমান পাস হতে হবে। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ–৩.০০ প্রাপ্ত হতে হবে।

বয়স সীমা: ০৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

প্রশিক্ষণ পদ্ধতি
নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসাররা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণকেন্দ্রের আওতায় এক বছর (দুটি পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক ১৩,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফল ভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে ১৫,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; ওই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ প্রার্থীদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেলের ৯ম গ্রেড ২২,০০০-৫৩,০৬০ টাকার বেতন স্কেলে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যাঁরা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন, তাদের শিক্ষানবিশ অফিসার পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকেরা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণকেন্দ্রের আওতায় এক বছর (দুটি পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথমপর্বে মাসিক ৯,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয়পর্বে ১০,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; ওই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেলের ১৫তম গ্রেড ৯,৭০০-২৩,৪৯০ টাকার বেতন স্কেলে ‘কেন্দ্র ব্যবস্থাপক’ পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যাঁরা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন, তাঁদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

-এমএ

Related topic   Subject:  গ্রামীণ ব্যাংক   চাকরি  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close